সাভারে প্রতারক চক্রের সদস্য ও মাদক ব্যবসায়ীসহ ৮ জন গ্রেপ্তার ||rajshahirdorpon24
সাভারে প্রতারক চক্রের সদস্য ও মাদক ব্যবসায়ীসহ ৮ জন গ্রেপ্তার |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ৪০০ গ্রাম হেরোইনসহ আবু বাক্কার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে দারুস সালাম থানাধীন এশিয়া হলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ৪ বলছে জানান, রাতে দারুস সালাম থানাধীন এশিয়া হলের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৪০০ গ্ৰাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীর দারুস সালামসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রেতাদের নিকট খুচরা ও পাইকারী বিক্রয় করে আসছিলো।
অন্যদিকে সাভার মডেল থানাধীন তেঁতুলঝোড়া কলেজ মোড় এলাকার তরিকুল ফোরস্টার সিকিউরিটি সার্ভিস লিমিটেড’ এর অফিসে অভিযান পরিচালনা করে ভুক্তভোগী ১২ জনকে উদ্বার করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে ভুয়া চাকুরীদাতা প্রতারক চক্রের ৭ সক্রিয় সদস্যকে আটক করা হয়।
এবিষয়ে র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্রিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
No comments