জাঁকজমকপূর্ণ আয়োজনে আশুলিয়া প্রেসক্লাবের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ||rajshahirdorpon24
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি
সৃজনশীল সাংবাদিকতায় বিশ্বাসী আশুলিয়া প্রেসক্লাবের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলস্থ আশুলিয়া প্রেসক্লাবের হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আশুলিয়া প্রেসক্লাবের ৭ম দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার আব্দুল ওহাব অপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের উপদেষ্টা, আশুলিয়া থানা আওয়ামী লীগের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, ২০০৫ সালে প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে অনেক আলোচনা- সমালোচনা হয়েছে। বাংলাদেশের অনেক থানার মত একাধিক প্রেসক্লাব হতে পারতো, কিন্তু এখনও এ ধরনের কোন কিছু দেখা যায় নি। এতে বোঝাই যায় এখানকার সাংবাদিকগণের মধ্যে একাত্বতা রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের পোশাক কারখানা রপ্তানির ৩০ শতাংশ এই এলাকা থেকে রপ্তানি হয়। এই রপ্তানির ১ শতাংশ বরাদ্দ হলেও এখানে ব্যাপক উন্নয়নের পাশাপাশি সকল সড়কের কাজ করা সম্ভব। একটি উপজেলার ভোটারের চেয়ে আশুলিয়া থানায় ভোটারের সংখ্যা বেশি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশুলিয়াকে আলাদা আসনে বিভক্তের দাবি জানাই।
যমুনা টেলিভিশনের ঢাকা জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান নিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও কেক কাটার পর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৬টি ফানুস উড়ানো হয়। পরে প্রীতিভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
No comments