গোবিন্দগঞ্জে চাঁদপাড়া হাট কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ||rajshahirdorpon24
গোবিন্দগঞ্জে চাঁদপাড়া হাট কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন |
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এলজিইডি’র অর্থায়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে চাঁদপাড়া হাট কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৭ডিসেম্বর রবিবার দুপুরে প্রধান অতিথি হিসাবে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ¦ মনোয়ার হোসেন চৌধুরী এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকা থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ প্রধান। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে কোচাশহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহসান কবির, সংসদ সদস্যের সমন্বয়কারী কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কোচাশহর ইউপি’র সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল।
উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিগেনের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কমেট, কোচাশহর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ আলী মাস্টার, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহম্মেদ প্রমুখ।
No comments