সাভারে এক হাজার বোতল ফেনসিডিলসহ আটক ২ ||rajshahirdorpon24
মো শান্ত খান সাভার :
ঢাকার সাভারে এক হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪। শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে সাভারের আমিনবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক দুই মাদক ব্যবসায়ী হলেন মোশারফ হোসেন (৫৬) ও মনিরুল ইসলাম।
র্যাব-৪ জানায়, আটক ওই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফেনসিডিল এনে সাভারে বিক্রি করতো। রাতে একটি পিকআপ ভ্যানে করে ফেন্সিডিল বিক্রি করার সময় তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে এক হাজার বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এসময় পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।
অপরদিকে সাভারের অন্ধ সংস্থা মার্কেটে অভিযান চালিয়ে রিয়াদ হোসেন ওরফে মিঠু (৩২) নামের এক জাল সার্টিফিকেট চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪।
এদিকে সাভারের বনগাঁও এলাকার কোন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে বিয়ার ক্যানসহ জাহাঙ্গীর ও জাকির নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
এছাড়ও রাজধানীর কল্যাণপুর থেকে ৩১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান তুফানকে আটক করেছে র্যাব-৪।
এ বিষয়ে র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
No comments