Header Ads

  • সর্বশেষ খবর

    বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস ||rajshahirdorpon24

     

    বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস 


    মোঃশান্ত খান, সাভার প্রতিনিধি :

    বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হচ্ছে ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। এ উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।


    আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৪ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।


    মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের সামরিক সচিব জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728