সাভারে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বড়দিন পালিত ||rajshahirdorpon24
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
সাভারে উৎসব আর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বড়দিন পালিত হয়েছে। দিনব্যাপী নানা অনুষ্ঠান আর প্রার্থনার মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন। উৎসবে নারী পুরুষ সকলেই প্রার্থনা সভা ও খ্রীষ্টযজ্ঞ অনুষ্ঠানে যোগদান করেন। দিনটি উপলক্ষে শুক্রবার খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে ছিলো উৎসবের আমেজ। ঘরে ঘরে বিশেষ খাবারের আয়োজন, র্কীতন এবং ধর্মীয় গানের আসর। এবার বড়দিন উপলক্ষে সাভারে ১১টি গির্জা সেজেছে মনোরম সাজে।
সাভারের সবচেয়ে বড় গির্জা ধরেন্ডা মিশনের ফাদার অ্যালবার্ট টমাস রোজারিও প্রার্থনা সভার নেতৃত্ব প্রদান করেন। এই প্রার্থনার মাধ্যমে জগতের সকল ধর্মের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া ধরেন্ডা গির্জায় বিশেষ কীর্তন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কীর্তনে রাজাশন দল, ধরেন্ডা দল, দেওগাঁ দলসহ ৪টি দল অংশ নেয়।
পরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গণি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধরেন্ডা মিশন তরুণ সংঘের প্রেসিডেন্ট ক্লিন্টন আগস্টিন কাস্তা।
এছাড়াও অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবলীগের সাধারন সম্পাদক জিএস মিজানুর রহমার মিজান, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সেলিম মিয়া, সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, ধরেন্ডা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল গমেজ,ওয়াসিম সরকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক,সান সরকার সাভার থানা যুবলীগের সদস্য ওয়াইএমসির প্রেসিডেন্ট তপন টমাস রোজারিও প্রমুখ।
No comments