Header Ads

  • সর্বশেষ খবর

    সাভার পৌরসভা নির্বাচনে সম্ভাব্য ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নতুন মুখ সমাজসেবক মোঃ আশরাফুল ইসলাম আরিফ ||rajshahirdorpon24

     



    মোঃ শান্ত খান সাভার  প্রতিনিধি :

    আসন্ন সাভারে পৌরসভা  নির্বাচন বাকী আছে ১৯ দিনে ।  তবে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছে।  ভোটাররা এখনই আলোচনা শুরু করেছেন। সাভার পৌরসভা  নির্বাচনে সম্ভাব্য ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এলাকার ভোটারদের কাছে এবার নতুন একটি জনপ্রিয় হয়ে উঠেছে মোঃ আশরাফুল ইসলাম আরিফ ।


      ছাত্র জীবন থেকে প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত থেকে তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, হত-দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের প্রাণ ছুঁয়েছেন । এরই মধ্যে নির্বাচন নিয়ে  সাভারে পৌর ৯ নং ওয়ার্ডে  প্রত্যন্ত এলাকা  চা দোকান থেকে শুরু করে প্রতিটি অলি-গলিতে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। শুরু হয়েছে সম্ভাব্য এই ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর  প্রার্থীর মোঃ আশরাফুল ইসলাম আরিফ  গণসংযোগ। 


    এলাকায় এলাকায় দৌড়ঝাঁপ। সম্ভাব্য ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থীর মো আশরাফুল ইসলাম আরিফ  ছবিসহ ‘দোয়া প্রার্থী’ লেখা পোস্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলছে জোরেশোরে। 


    এলাকাবাসীরা বলেন, তরুণ বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মো আশরাফুল ইসলাম আরিফ  একজন সাহসী নেতা । তারমতো মিষ্টভাষী, সৎ ও ন্যায় পরায়ণ একজন ব্যক্তিকে সাভার পৌরসভা ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর  হিসেবে বড় প্রয়োজন। এলাকাবাসী আরো বলেন, তিনি  সমাজ সেবক  অত্যন্ত সুনাম কুড়িয়েছেন। সাভার পৌর 9 নং ওয়ার্ডে  তার সুখ্যাতি রয়েছে। মোঃ আশরাফুল ইসলাম আরিফ কে যোগ্য ও নির্লোভ একজন কাউন্সিলর  প্রার্থী হিসেবে মনে করেন।


     আগামী সাভার পৌরসভা  নির্বাচনে আমরা নতুন কাউন্সিলর  পদপ্রার্থী হিসাবে মো আশরাফুল ইসলাম আরিফ কে দেখতে চাই এবং ভোট দিয়ে জয়ের মালা পরাবে বলে জানান। এক প্রতিক্রিয়ায়  সমাজসেবক  মোঃ আশরাফুল ইসলাম আরিফ  বলেন, বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে জনপ্রতিনিধি না হয়েও এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে অত্যন্ত গোপনে কর্মহীন ও অসহায়দের সাথে ছিলাম, আগামীতে এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আগামী নির্বাচনে এই সাভার পৌরসভা  সম্ভাব্য ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর  প্রার্থী হবেন বলে মত প্রকাশ করেন। 


    এ সময় তিনি আরো বলেন, শিল্পোন্নত এলাকা সাভার পৌর ৯ নং ওয়ার্ডের কে সন্ত্রাস ও মাদকমুক্ত করবো। আমি “ক্রীড়া মুখি তরুণ চায়”মাদক মুক্ত সমাজ চায়”আমি যুবকদের উন্নয়নে কাজ করতে চায় এবং এলাকায় আগামীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা, এলাকার মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নায়নে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728