Header Ads

  • সর্বশেষ খবর

    বৃক্ষপ্রেমী ||rajshahirdorpon24

     


    মো শান্ত খান সাভার  প্রতিনিধি

    পেশায়  তিনজনের মধ্যে একজন বিশিষ্ট ব্যবসায়ী  বাকি দুইজন  সাংবাদিক । তবে  তিনজনে এর  নেশায় বৃক্ষপ্রেমী। অবসর সময়ের বেশির ভাগ সময়ই তিনজনে গাছ লাগানো ও তার পরিচর্যায় ব্যস্ত থাকেন। সাভারে লায়ন বাংলা নিউজ এর সাংবাদিক মোঃ শান্ত খান,  তানভির হাসান রাব্বি, মোঃ মনোয়ার হোসেন ডলার  এলাকায় তিনজনে বৃক্ষপ্রেমী হিসেবেই পরিচিত।


    মনোয়ার হোসেন ডলার তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।  ২০১৯ সালে বার্তা মেলা অনলাইন পোর্টাল হিসেবে যোগদান করেন মোঃ শান্ত খান। তানভির হাসান রাব্বি ২০১৭ সালে এশিয়ান টিভির ক্যামেরাম্যান হিসেবে যোগদান করেন। 



    এ সাংবাদিকতায় ও বিশিষ্ট ব্যবসায়ী   যোগদানের পর থেকেই নিজ অর্থায়নে তিনজনে বৃক্ষ রোপন করে যাচ্ছেন। তিনজনে শুধুমাত্র বৃক্ষ রোপণই করেন না রোপিত বৃক্ষ বড় না হওয়া পর্যন্ত নিজ হাতে তার পরিচর্যাও করেন। বনজ, ফলদ, ঔষধি, ভেষজ, ফুলের বৃক্ষ রোপণ করে যাচ্ছেন। তার রোপিত গাছ শোভা বর্ধিত করছে বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে। 


    সাভার পৌর ৬ নং ওয়ার্ডের ভাগলপুর ঈদগা মাঠের একপাশে  রয়েছে তার নিজ হাতে রোপণ করা বৃক্ষ। তার রোপণকৃত বৃক্ষের মধ্যে রয়েছে আম, জাম, নারিকেল, সফেদা, পেঁপে, করমচা, নয়াল, টেফল, বেল, আমলকী, আতা, আনারস, সুপারি, বিভিন্ন প্রজাতির কলা, মেহগনি, শিরিষ, বকুল, রেইন ট্রি, শিউলি, জবা, মাল্টা, বাতাবি লেবুসহ প্রায় শতাধিক প্রজাতির দেশি বৃক্ষ। তার রোপিত বিদেশি বৃক্ষের মধ্যে রয়েছে, চন্দন, ফায়ার বল প্রভৃতি। এছাড়াও ফুলের মধ্যে রয়েছে,শিউলি, পারুল, টগর, কাগজী মাধবী, পলাশ, বকুল, জবা, গোলাপ, নাইট কুইনসহ বিভিন্ন প্রজাতির বনসাই বৃক্ষ।


    শত কাজের মধ্যেও সপ্তাহে দুই দিন স্থানীয় বাজারের নার্সারিতে যান মোঃ মনোয়ার হোসেন ডলার , মোঃ শান্ত খান ও তানভির হাসান রাব্বি । পছন্দমত গাছের চারা পেলেই তা ক্রয় করে সাভার পৌর ৬ নং ওয়ার্ডে ভাগলপুর ঈদগা মাঠে বিভিন্ন স্থানে রোপণ করেন। বৃক্ষ রোপণের সুবিধার্থে নিজ বাড়িতেও গড়ে তুলেছেন ছোট নার্সারি। এ নার্সারিতে রয়েছে বোতল পাম্প, সুপারি পাম্প, খেজুর পাম্প, ক্রিসমাস ট্রি, পান্থপাদপসহ বিভিন্ন ফল গাছের কলম। সাভার পৌর ৬ নং ওয়ার্ডের  তিনজনে বৃক্ষপ্রেমী হিসেবে পরিচিত। 


     মোঃ মনোয়ার হোসেন ডলার  সাথে কথা হলে তিনি জানান, গাছ মানুষের জীবনে অমূল্য সম্পদ। প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা সর্বাধিক। তাই তিনি বৃক্ষ রোপণ ও তার পরিচর্যা করে আনন্দ পান। 


    তিনি আরও জানান, ছোট বেলা থেকেই বৃক্ষের প্রতি তার আলাদা রকমের প্রেম গড়ে ওঠে। তার রোপিত বৃক্ষে যখন ফল, ফুল ধারণ করে তখন আনন্দের সীমা থাকে না। এছাড়াও তিনি তার নিজের হাতে রোপণ করা গাছের বিষমুক্ত ফল ও সবজি সহকর্মী ও প্রতিবেশীদের দিয়ে অধিক আনন্দ পান।


    সাভার উপজেলা বন কর্মকর্তা জানান তিনজনে বৃক্ষপ্রেমী মানুষ হিসেবে  সাভার পৌর ৬ নং ওয়ার্ডের তিনজনে পরিচিত মুখ। তিনজনে নিজ অর্থায়নে সাভার পৌর ৬ নং ওয়ার্ডের ভাগলপুর ঈদগা মাঠের একপাশে  বৃক্ষ রোপণ করে যাচ্ছেন। একই সাথে তিনজনে রোপিত বৃক্ষের যত্ন করছেন। তার কর্মকাণ্ড সত্যিই প্রশংসার দাবিদার। আমরা বিভিন্ন সময় তাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728