বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে: ডা. এনাম ||rajshahirdorpon24
মো হাসিবুর রহমান শান্ত, সাভার প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে একটি মহল সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। আজ সাভারের বাইপাইল এলাকায় আশুলিয়া থানা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধীতাকারীদের শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আরও বলেন, বাংলাদেশে এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন হচ্ছে। এই উন্নয়ন থামাতে একটি মহল প্রতিনিয়িত দেশের মানুষকে নানাভাবে বিভ্রান্ত করছে। বিএনপি জামায়াতের যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহবান জানান তিনি।
আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন এতে অন্যান্যের মধ্যে অংশ নেন।
No comments