আশুলিয়ায় এসআই হারুনের অভিযানে হেরোইন ও গাঁজাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী আটক ||rajshahirdorpon24
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে আশুলিয়ার পূর্ব কলতাসূতি জ্যোতি পাম্প সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এসআই হারুন অর রশিদের নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশের একটি দল। এসময় তাদের কাছ থেকে এক হাজার সাত পুরিয়া হেরোইন ও আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানার চিকনি গ্রামের মৃত শাহ নূরের ছেলে মো. আব্দুল হামিদ (৩২) এবং অপরজন রংপুরের পীরগঞ্জ থানার একবারপুর গ্রামের কুরান আলীর ছেলে মো. কালাম (২৪)। তারা উভয়েই আশুলিয়ার পূর্ব কলতাসূতি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর রশিদ জানান, রাতে আশুলিয়ার পূর্ব কলতাসূতি জ্যোতি পাম্প সংলগ্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ১ হাজার ৭ পুরিয়া হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য এক লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ২ জন কলতাসূতিসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো বলে স্বীকার করেছে। আটক চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল হামিদের বিরুদ্ধে ইতিপূর্বে একটি ও কালামের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No comments