Header Ads

  • সর্বশেষ খবর

    চলে গেলেন উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বেগম ||rajshahirdorpon24

     


    বাঘা (রাজশাহী) প্রতিনিধি

    বার্ধক্য জনিত কারনে, মরহুম আজাহার উদ্দিন কোম্পানীর স্ত্রী ও ১৯৭৩ সালে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, হাজেরা বেগম (৮৪)বৃহস্পতিবার (১৮-১২-২০) রাত সোয়া ১টায় বাঘা পৌর সভার নারায়ণপুর গ্রামের নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ৬ ছেলে ও ৩ মেয়ের মধ্যে বড় ছেলে এনামুল হাসান ঝুন্টু অবস্বরপ্রাপ্ত অধ্যক্ষ এবং মেজ ছেলে আমানুল হাসান দুদু রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি।


     শুক্রবার বেলা ৩টায় নারায়ণপুর ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।  জানাজায় অংশ গ্রহন করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, বাগমামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী, উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল হালিম মোল্লা,  পৌর আওয়ামলীগের সভাপতি আবদুল কুদ্দস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। 


     মরহুমার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন,  পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম এমপি, রাজশাহী সিটি মেয়র খাইরুজ্জামান লিটন, রাজশাহী ১-আসনের সাংসদ ওমর ফরুক চৌধুরি, রাজশাহী ৩ এর সাংসদ এনামুল হক, রাজশাহী জেলা আ’লীগের সভাপতি মেরাজ মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দ্বারা, মরহুমার বোনের ছেলে সহকারি মহা-পুলিশ পরিদর্শক আলমঙ্গীর কবির পরাগ, নওগা যুগ্ন জেলা জজ খোরশেদ আলম, রাজশাহী মহানগর আ’লীগের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট শাহিন আক্তার রেনি, রাজশাহী জেলা মহিলা আ’লীগের সভাপতি মর্জিনা পারভীন, উপজেলা নির্বাচন অফিসার মজিবুল আলম ও বাঘা প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদক-সহ আরো অনেকে। #


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728