সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থী নিহত ||rajshahirdorpon24
![]() |
সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থী নিহত |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের (৪৭তম আবর্তন) শিক্ষার্থী মেহেদী হাসান রিশান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি পয়েন্টে গতকাল বুধবার দুপুর ২টার দিকে দুর্ঘটনার স্বীকার হন, গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে নয়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত মেহেদী হাসানের বিভাগের শিক্ষার্থী পবন ও সরণ জানায়, মেহেদী ও তার ছয়জন বন্ধু মিলে মাইক্রোবাস যোগে চট্রগ্রামের উদ্দেশ্যে ঘুরতে বের হয়েছিলেন। যাত্রা পথে কুমিল্লার দাউদকান্দি পয়েন্টে একটা ট্রাককে সাইড দিতে গিয়ে তাদের গাড়ি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। তখন পেছন থেকে আরেকটি ট্রাক এসে তাদের মাইক্রোর পেছনে ধাক্কা দেয়। মেহেদী মাইক্রোবাসের পিছনের সীটে বসে ছিলেন। এতে তার মেরুদণ্ড ভেঙে যায় বলে পরবর্তীতে জানা যায়। দুর্ঘটনার স্থান থেকে উদ্ধার করে তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয় ও আইসিইউতে ভর্তি করা হলে সেখানেই রাত সাড়ে নয়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় মানিকগঞ্জের বেওথা কবরস্থান মসজিদের সামনে মেহেদীর জানাজা অনুষ্ঠিত হয়।
মেহেদির মৃত্যুতে তার পরিবার ও ক্যাম্পাস জুড়ে তার বন্ধুবান্ধবদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, সড়ক দূর্ঘটনায় মেহেদীর অকাল প্রয়াণে একটি সম্ভাবনার মৃত্যু ঘটলো। এটি তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। এ শোক তার পরিবারের সদস্যদের জন্য অনেক কষ্ট ও বেদনার। উপাচার্য মেহেদীর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করে তার আত্মার শান্তি কামনা করেন।
No comments