চারঘাট জাতীয় পার্টির সভাপতি রমজান ও সাধারণ সম্পাদক রায়হান ||rajshahirdorpon24
চারঘাট জাতীয় পার্টির সভাপতি রমজান ও সাধারণ সম্পাদক রায়হান |
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাট উপজেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চারঘাট ফরহাত আলাউদ্দীন মডেল স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রমজান আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য সাবেক ও রাজশাহী জেলার আহবায়ক রাহাত হোসেন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলার সদস্য সচিব ইকবাল হোসেন।
উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাইফুল ইসলাম রায়হানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক অশোক কুমার রাজ, বাঘা উপজেলার আহবায়ক আতাহার আলী, পুঠিয়া উপজেলার আহবায়ক মাসুদুজ্জামান, পবা উপজেলার আহবায়ক ফরমান আলী, তানোর উপজেলার আহবায়ক শামসুদ্দিন মন্ডল ও গোদাগাড়ী উপজেলার আহবায়ক মিনারুল ইসলাম কালু, মোঃ ওহিদুল ইসলাম, মোঃ জুলহাস উদ্দীন মিন্টু , মোঃ শামসুল ইসলাম, প্রমুখ।
সম্মেলন শেষে রমজান আলীকে সভাপতি ও সাইফুল ইসলাম রায়হানকে সাধারণ সম্পাদক ও আব্দুল মতিনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
No comments