সাভার পৌরসভা নির্বাচনে প্রতীক পেলেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ||rajshahirdorpon24
সাভার পৌরসভা নির্বাচনে প্রতীক পেলেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
সাভার পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারে নেমে পড়েন প্রার্থীরা।
বুধবার (৩০ ডিসেম্বর ) রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় সাভার কলেজ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে এসব প্রতীক। নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মুনীর হোসাইন খান জানিয়েছেন, মেয়র পদে প্রতীক বরাদ্দ নিয়ে কোনও সমস্যা হয়নি। তবে, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলর পদে একাধিক প্রার্থী একই প্রতীক চাওয়ায় লটারির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।
মেয়র প্রার্থীদের কার কোন প্রতীক
নির্বাচন অফিসের বরাদ্দ অনুযায়ী, মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হাজী আব্দুল গনি পেয়েছেন নৌকা প্রতীক, বিএনপির প্রার্থী আলহাজ্ব মো: রেফাত উল্লাহ পেয়েছেন ধানের শীষ প্রতীক। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোশাররফ হোসেন পেয়েছেন হাতপাখা প্রতীক।
কাউন্সিলর প্রার্থীদের কার কোন প্রতীক
১ নম্বর ওয়ার্ড: মোঃ মিনহাজ উদ্দিন মোল্লা পেয়েছেন পানির বোতল প্রতীক , আব্দুল কাদের পেয়েছেন ডালিম প্রতীক, রমজান আহম্মেদ পেয়েছেন উট পাখি প্রতীক, এরশাদুর রহমান পেয়েছেন ব্রীজ প্রতীক।
২ নম্বর ওয়ার্ড: ২ নং ওয়ার্ডে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মানিক মোল্লা।
৩ নম্বর ওয়ার্ড: সানজিদা শারমিন মুক্তি পেয়েছেনপানির বোতল প্রতীক, মোশারফ হোসেন পেয়েছেন ডালিম প্রতীক, কাজী আশফাক উদ্দিন পেয়েছেন টেবিল ল্যাম্প প্রতীক, জাকির হোসেন পেয়েছেন ব্রীজ প্রতীক, মফিজুল ইসলাম পেয়েছে্ন পাঞ্জাবি প্রতীক ও আব্দুল আউয়াল মামুন পেয়েছেন উট পাখি প্রতীক।
৪ নম্বর ওয়ার্ড: আব্দুল জলিল মিয়া পেয়েছেন টেবিল ল্যাম্প প্রতীক, নূরে আলম সিদ্দিকী নিউটন পেয়েছেন ফাইল কেবিনেট প্রতীক, সাইদুল ইসলাম পেয়েছেন উট পাখি প্রতীক।
৫ নম্বর ওয়ার্ড: দেলোয়ার হোসেন দিলু পেয়েছেন উট পাখি প্রতীক, ফেরদৌস আহমেদ পেয়েছেন প্রদীপ টেবিল ল্যাম্প প্রতীক, আহম্মেদ রুবেল পেয়েছেন পানির বোতল প্রতীক, মশিউর রহমান খান সম্রাট পেয়েছেন ব্লাক বোর্ড প্রতীক, ইমরান হোসেন রনি পেয়েছেন পাঞ্জাবি প্রতীক, জহিরুল আহসান ফারুক পেয়েছেন ডালিম প্রতীক, শিউলি আক্তার পেয়েছেন গাজর প্রতীক।
৬ নম্বর ওয়ার্ড: আহসান উল্লাহ পেয়েছেন পানির বোতল প্রতীক, কামরুল আহসান পেয়েছেন পাঞ্জাবি প্রতীক, আব্দুস সাত্তার পেয়েছেন উট পাখি প্রতীক, ফারুক মাহমুদ পেয়েছেন ডালিম প্রতীক, মনিরুল ইসলাম পেয়েছেন ব্লাক বোর্ড প্রতীক, আবু সাঈদ পেয়েছেন ব্রীজ প্রতীক, হোসেন আলী পেয়েছেন টেবিল ল্যাম্প প্রতীক ।
৭ নম্বর ওয়ার্ড: আব্বাস উদ্দিন পেয়েছেন ডালিম প্রতীক, আব্দুর রহমান পেয়েছেন পানির বোতল প্রতীক, ইউনুস খান পেয়েছেন টেবিল ল্যাম্প প্রতীক, হাফিজ উদ্দিন পেয়েছেন পাঞ্জাবি প্রতীক, রুহুল আমিন পেয়েছেন গাজর প্রতীক ও কাদের মোল্লা পেয়েছেন উট পাখি প্রতীক।
৮ নম্বর ওয়ার্ড: নাহিদুল ইসলাম পেয়েছেন পানির বোতল প্রতীক, সেলিম মিয়া ডালি্ম প্রতীক ও মনির পালোয়ান পেয়েছেন উট পাখি প্রতীক।
৯ নম্বর ওয়ার্ড: আয়নাল হক গেদু পেয়েছেন পানির বোতল প্রতীক, আনিসুজ্জামান পেয়েছেন ডালিম প্রতীক, আশরাফুল ইসলাম পেয়েছেন উট পাখি প্রতীক।
সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের কার কোন প্রতীক
সংরক্ষিত কাউন্সিলর ১ নম্বর ওয়ার্ড (১, ২ ও ৩): ফরিদা ইয়াসমিন পেয়েছেন অটোরিক্সা প্রতীক, ইয়াসমিন আক্তার সাথী পেয়েছেন চশমা প্রতীক, রাহিমা আক্তার পেয়েছেন আনারস প্রতীক ও শামীমা আক্তার মুন্নি পেয়েছেন টেলিফোন প্রতীক।
সংরক্ষিত কাউন্সিলর ২ নম্বর ওয়ার্ড (৪, ৫ ও ৬): মিসেস ডারফিন আক্তার পেয়েছেন চশমা প্রতীক ও হেনা আক্তার পেয়েছেন আনারস প্রতীক।
সংরক্ষিত কাউন্সিলর ৩ নম্বর ওয়ার্ড (৭, ৮ ও ৯): সুলতানা রাজিয়া পেয়েছেন চশমা প্রতীক, শাহিনুর আক্তার পেয়েছেন টেলিফোন ও সুমি আক্তার পেয়েছেন আনারস প্রতীক।
আগামী ১৬ জানুয়ারি প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে সাভার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই পৌর এলাকায় শুরু হয়েছে প্রচারনার প্রস্তুতি, ছাপাখানাগুলোতেও ভিড় পড়ে গেছে। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা ছোট ছোট লিফলেট হাতে তাদের নিজ নিজ সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন মার্কা জানান দেয়ার জন্য।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে এবারের নির্বাচনে মেয়র পদে তিন জন, কাউন্সিলর পদে ৪০ জন এবং মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার ৮৮ জন, এর মধ্যে পুরুষ ৯৪ হাজার ৫৮৭ জন ও মহিলা ৯৩ হাজার ৫০১ জন ভোটার তাদের ভোটের মাধ্যমে মেয়র ও কাউন্সিলর নির্বাচন করবেন।
তবে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে গত ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ১ জন মেয়র ও ৯ জন কাউন্সিলর প্রার্থী এবং ১ জন সংরক্ষিত আসনের প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেন।
No comments