‘জাতির জাতির পিতার সন্মান,রাখবো মোরা অক্ষুন্ন ||rajshahirdorpon24
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
‘জাতির পিতার সন্মান,রাখবো মোরা অক্ষুন্ন এ শ্লোগান সামনে রেখে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আলোচনা সভার আয়োজন করে। শনিবার (১২-১২-২০২০) উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে জন্ম নেয়া নেতাদের একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলা দেশের স্বপ্ন দেখে যার জীবন যৌবনের অধিকাংশ সময় কাটাতে হয়েছে কারাগারে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। হিংসা দলাদলি, দেশের উন্নয়নে সহায়ক নয়। বিশেষ একটি গোষ্ঠী দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করছে। এর পরেও বঙ্গ বন্ধুর কণ্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার শাসনামলে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান,রাস্তাঘাটসহ সকল বিষয়ে উন্নয়ন হয়েছে। সভাপতি তার বক্তব্য বলেন,সংবিধানে বলা হয়েছে জাতির পিতার সন্মান অক্ষুন্ন রাখার জন্য। আমরা সেই সন্মান অক্ষুন্ন রাখবো।
অন্যন্যার মধ্যে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন,উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার, মৎস্য অফিসার আমিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম সানোয়ার হোসেন। বঙ্গ বন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পরিসংখ্যান অফিসার আবু রায়হান। উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
No comments