প্রয়াত আওয়ামী লীগ নেতার পরিবারকে এমপির অনুদান ||rajshahirdorpon24
প্রয়াত আওয়ামী লীগ নেতার পরিবারকে এমপির অনুদান |
তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের(ইউপি) কচুয়া কাজীপাড়া গ্রামের বাসিন্দা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা নগেন্দ্রনাথ মুরমু অসুস্থ ও বার্ধক্যজনিত কারণে গত ৭ নভেম্বর পরলোক গমন করেছে। এদিকে ১৩ ডিসেম্বর রোববার স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা ও বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। এদিন মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয় চত্ত্বরে অনাঢ়ম্বর এক অনুষ্ঠানে সাংসদের পক্ষে তার প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না প্রয়াত নগেন্দ্রনাথের স্ত্রীর হাতে নগদ ৫০ হাজার টাকাসহ অনুদানের বিভিন্ন সামগ্রী তুলে দেন এবং আগামিতে আরো সহায়তা প্রদানসহ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আহসানুল হক স্বপন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, কাউন্সিলর আমির হোসেন আমিন ও নাহিদ হাসান,মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মারডি, কামাল হোসেন, ইব্রাহিম খলিল্লুাহ, মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রসঙ্গত,গত ৩০ নভেম্বর সোমবার সন্ধ্যায় স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী কচুয়া কাজীপাড়া প্রয়াত আওয়ামী লীগ নেতার বাড়ি পরিদর্শন, পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং তার বিদেহী আত্তার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও পরিবারকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
অন্যদিকে প্রয়াত আওয়ামী লীগ নেতার পরিবারের সদস্যরা সাংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন
No comments