Header Ads

  • সর্বশেষ খবর

    র‍্যাবের অভিযানে ৬৮৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক ||rajshahirdorpon24

     


    মো শান্ত খান সাভার :

    মানিকগঞ্জ থেকে ৬৮৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৪। রোববার (১৩ ডিসেম্বর) রাতে মানিকগঞ্জের নওকন্ডা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।


    র‍্যাব-৪ জানায়, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল এনে মানিকগঞ্জে বিক্রি করে আসছিলো। পরে রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৬৮৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী নবু মিয়া ও রবিউল ইসলামকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


    অন্যদিকে সাভারের বিরুলিয়ার আক্রান এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে নয়টি গাঁজার গাছসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৪। আটক তিন মাদক ব্যবসায়ী হলেন- রাজ্জাক, নুরুল আমীন ও বকুল মিয়া।


    র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ নির্দিষ্ট এলাকায় গাঁজার গাছ হতে ঢাকার বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের নিকট বিক্রয় করে আসছিলো।


    তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728