আশুলিয়ায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ||rajshahirdorpon24
আশুলিয়ায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার |
মোঃ শান্ত খান, সাভার প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় পিংকি আসমানি (১৮) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার জিরাবো স্ট্যান্ডে এলাকায় মিতু সবুজের বাড়ির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পিংকি আসমানি বগুড়া জেলার সোনাতলা থানার কলেজ দহ গ্রামের মৃত মতিনের মেয়ে। জিরাবো স্কুলে পঞ্চম শ্রেণীর ছাত্রী৷ সে পোশাক শ্রমিক মা বেলী বেগমের সাথে আশুলিয়ার জিরাবো স্ট্যান্ডে মিতু সবুজের বাড়িতে থাকতেন৷
নিহতের মা বেলী বেগম জানান, সকালে কারখানায় যায় সে। পরে দুপুরে এসে দেখে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করা। বেশ কয়েকবার পিংকিকে ডাকার পরও দরজা না খুলে দেওয়ায় ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে তার মেয়ে পিংক গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
বেলীর অভিযোগ, নাইম নামের একটি প্রতিবেশী ছেলের সাথে প্রেম সম্পর্কের কারণে আত্নহত্যা করে সে। নাইম যদি বিয়ে করতো তাহলে পিংকি আত্নহত্যা করতো না।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসাআই) আলা আমিন বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে আত্নহত্যা করেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মরদে ময়নাতদন্তে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হচ্ছে। এছাড়া পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments