আড়ানী পৌর: রুস্তমপুর ইয়ুথ ক্লাবের উদ্যোগে ইংরেজি নববর্ষ উদযাপন ||rajshahirdorpon24
স্টাফ রিপোর্টার:
খাই দাই ঘুরি ফিরি মানব সেবার কাজ করি" এই স্লোগানকে সামনে রেখে আড়ানী পৌর রুস্তমপুর ইয়ুথ ক্লাবের আয়োজনে ইংরেজি নববর্ষকে (২০২১) বরণ করেন
আজ ৩১ ডিসেম্বর রাত্রি ১১.৫৯ মিনিটে নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করেন রুস্তমপুর ইয়ুথ ক্লাবের সভাপতি মোঃ আজিবর রহমান।
সভাপতি মোঃ আজিবর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ জয়নাল আবেদিন, (সভাপতি আড়ানী পৌরঃ ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ),মাহাতাব উদ্দিন সাধারণ সম্পাদক (আড়ানী পৌরঃ ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ),মোঃ ওয়াসিম মন্ডল (সাধারন সম্পাদক রুস্তমপুর ইয়ুথ ক্লাব), মোঃ আবুল হাসান (সহ-সম্পাদক বাঘা উপজেলা ছাত্রলীগ ),মোঃ জুয়েল রহমান (সভাপতি আড়ানী পৌরঃ ৯নং ওয়ার্ড ছাত্রলীগ ), আশিকুর রহমান(সাধারণ সম্পাদক আড়ানী পৌরঃ ৯নং ওয়ার্ড ছাত্রলীগ), রিদয় সরকার (সাবেক সভাপতি আড়ানী পৌরঃ ৯নং ওয়ার্ড ছাত্রলীগ), মোস্তাক আহমেদ (সাবেক সাধারণ সম্পাদক আড়ানী পৌরঃ ৯নং ওয়ার্ড ছাত্রলীগ) ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান, আব্দুল্লাহ সরকার, বাচ্চু আলী,শাহিন সর্দার,শামিম হোসাইন,জাহিদ, রনি আলী,জজিম আলী, শাহাদত,রাজু আলী,রাকিবুল ইসলাম,বেলাল সরকার,আরিফ সরকার, আফাজ আলী, নয়ন আলী, সাংবাদিক আব্দুল মতিনসহ রুস্তমপুর ইয়ুথ ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।
No comments