সরিষাবাড়ী ৪নং ওয়ার্ড পৌর নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী মোঃ মোখলেছুর মমিন (সবুজ)||rajshahirdorpon24
দোয়া ও সমর্থন প্রত্যাশী মোঃ মোখলেছুর মমিন (সবুজ) |
বেলাল হোসেন,(সরিষাবাড়ী) প্রতিনিধি:
আসন্ন সরিষাবাড়ী ৪নং ওয়ার্ড পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী সরিষাবাড়ী ৪নং ওয়ার্ড পৌরসভার তরুণ যুবক মোঃ মোখলেছুর মমিন (সবুজ)।
এলাকার ভোটাররা পছন্দের তালিকায় একবাক্যে সামনে আনছেন তার নাম। সৎ, পরিশ্রমী, জনবান্ধব একজন সাদা মনের মানুষ হিসাবে যার রয়েছে জনগণের কাছে ব্যাপক পরিচিতি।
এলাবাকাসীর যেকোন সমস্যা, বিপদ আপদে যিনি নিবেদীতপ্রাণ বলেই জনশ্রুতি রয়েছে। তাকে পৌরসভার নির্বাচনে ৪নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকার জনসাধারণ ও ভোটাররা।
মোঃ মোখলেছুর মমিন (সবুজ) রাজশাহীর দর্পণ ২৪.কম কে বলেন, সরিষাবাড়ী ৪নং ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী হিসেবে আমি আত্মপ্রকাশ করছি। আপনারা যদি আমাকে আপনাদের সন্তান হিসেবে মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করেন তাহলে আমি আমার ওয়ার্ডের সকল সাধারণ মানুষদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিবো এবং তাদের দুর্ভোগ নিবারণের জন্য নিরলস ভাবে কাজ করে যাব।
মোঃ মোখলেছুর মমিন (সবুজ) আরও বলেন, সরিষাবাড়ী ৪নং ওয়ার্ড বাসিকে পরিচ্ছন্ন, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব উন্নত নাগরিক সুবিধা প্রদানের নিশ্চয়তার এবং আধুনিক নগর-জীবন গড়ে তুলার লক্ষ্যে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া ও সমর্থন চাই।
No comments