আশুলিয়ায় ৯ দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থী নুর আলম নিখোঁজ!||rajshahirdorpon24
আশুলিয়ায় ৯ দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থী নুর আলম নিখোঁজ! |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
আশুলিয়ায় এরশাদুল উমামা মাদ্রাসার মো. নুর আলম তালুকদার (১৪) নামের এক ছাত্র ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা জহুরুল ইসলাম তালুকদার আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ নুর আলম তালুকদার আশুলিয়ার জামগড়া এলাকার এরশাদুল উমামা হাফেজি মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করত। উক্ত মাদ্রাসার শিক্ষক জুনায়েদ আল হাবিব তাকে বেদম প্রহার করলে সে সয্য করতে না পেরে কাউকে কিছু না বলে গত ১৯ জানুয়ারি ২০২১ ইং মাদ্রাসা থেকে পালিয়ে যায়।
পরে নুর আলমের পরিবার সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি। পরে গত ২১ জানুয়ারি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের বাবা জহুরুল ইসলাম তালুকদার বলেন, বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোন সন্ধান মিলছে না। পুলিশ জানিয়েছে, তারা নুর আলমকে উদ্ধারের চেষ্টা করছে।
এদিকে মারধরের বিষয়ে জানতে মাদ্রাসাটির হেফজ শাখার শিক্ষক মো. জুনায়েদ আল হাবিবের মুঠোফোনে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।
No comments