Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহীর তানোরে আদালতে বিচারাধীন সম্পত্তিতে বাড়ি নির্মাণের অভিযোগ ||rajshahirdorpon24

     

    রাজশাহীর তানোরে আদালতে বিচারাধীন সম্পত্তিতে বাড়ি নির্মাণের অভিযোগ 

    তানোর(রাজশাহী)প্রতিনিধি

    রাজশাহীর তানোরে আদালতে বিচারাধীন সম্পত্তিতে জোরপুর্বক পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার কাঁমারগা ইউপির মালার মোড়ে এই ঘটনা ঘটেছে,এতে বিবাদমান দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।


    জানা গেছে,উপজেলার কাঁমারগা ইউপির ছাঐড় মৌজায় ১৮৫ নম্বর খতিয়ানে, আরএস ১২৬১ নম্বর দাগে ১১ শতক সম্পত্তি রয়েছে। এর মধ্যে ছাঐড় গ্রামের মুংলার পুত্র জালাল উদ্দিনের নামে সাড়ে ৪ শতক, লুৎফর রহমানের পুত্র আব্দুলের নামে দেড় শতক এবং আকতারা বিবির নামে ৫ শতক সম্পত্তি  রয়েছে। তবে আক্তারা বিবি পুরো সম্পত্তি নিজের দাবি করে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে।


    এদিকে এসব সম্পত্তি নিয়ে সিনিয়র  রাজশাহী জেলা জজ আদালতে  (আপিল) মামলা বিচারাধীন রয়েছে যাহার মামলা নম্বর ৮৪/২০২০। এছাড়া গত ৮ জানুয়ারী শুক্রবার উভয় পক্ষকে নিয়ে তানোর থানায় সালিশ বৈঠক বসে এবং এসব সম্পত্তি নিয়ে মামলা আদালতে বিচারাধীন থাকায় মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত্য ওই সম্পত্তির ওপর কেউ কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করতে পারবেন না বলে নির্দেশ দেয়া হয়।


    প্রত্যক্ষদর্শীরা জানান,  কলমা ইউপির রামনাথপুর গ্রামের আক্তারা বিবির স্বামী আব্দুর রাজ্জাক গত ৯ জানুয়ারী শনিবার সকালে মালার মোড়ের লোকজন ও লাঠি শোঠা নিয়ে ওই সম্পত্তির ওপর জোরপুর্বক পাকা বাড়ি নির্মাণের চেস্টা করে এ সময় জালালরা বাধা দিলে সেখানে চরম উত্তেজনার সৃস্টি হয়ে।এদিকে আব্দুর রাজ্জাক নিজেকে সাবেক পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে জালালদের এলাকা ছাড়া করা ও প্রাণনাশের হুমকি দেয়। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসি বিক্ষুব্ধ হয়ে উঠে। 


    এবিষয়ে জানতে চাইলে আব্দুর রাজ্জাক অভিযোগ অস্বীকার করে বলেন, আদালত তার পক্ষে রায় দিয়েছে,কিন্ত্ত এই রায়ের বিরুদ্ধে জালালরা আদালতে আপিল করে তাদের হয়রানি করছে। 


    এবিষয়ে জালাল উদ্দিন বলেন, তারা ফজলুর রহমানের কাছে ৬ শতক সম্পত্তি ক্রয় করেছেন, কিন্ত্র রাজ্জাক তাদের সম্পত্তি জোরপুর্বক দখলের চেস্টা করছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728