দুর্দিনের যুব সংগঠক এম এম জাহেরুল আহসান ফারুক কে সাভার পৌর যুবলীগের সভাপতির চায় ত্যাগি নেতারা ||rajshahirdorpon24
দুর্দিনের যুব সংগঠক এম এম জাহেরুল আহসান ফারুক কে সাভার পৌর যুবলীগের সভাপতির চায় ত্যাগি নেতারা |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
দুর্দিনের পরিক্ষিত ও ছাত্রলীগের ত্যাগী নেতা, দক্ষ যুব সংগঠক এম এম জাহেরুল আহসান ফারুক কে সাভার পৌর যুবলীগের সভাপতির হিসেবে দেখতে চায় তৃণমুলসহ দলের ত্যাগি নেতারা ।
দক্ষিন এশিয়ার বড় একটি দল বাংলাদেশ আওয়ামীলীগ এই দলের সাভার পৌর দক্ষ যুব সংগঠক এম এম জাহেরুল আহসান ফারুক ছাত্রলীগের তৈরি একজন ত্যাগী ও কর্মী বান্ধব নেতা। তিনি রাজপথের একজন পরিক্ষিত যোদ্ধা । সাভার পৌর ওয়ার্ড থেকে শুরু করে পৌর তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিপদে আপদে তাকে পাশে পেয়েছে দলের সাধারন কর্মীরা।
জানা যায়, সাভার পৌর রাজনীতিতে এম এম জাহেরুল আহসান ফারুক এক দক্ষ যুব সংগঠক, কর্মী বান্ধব, ত্যাগী,দুর্দিনের পরীক্ষিত যুবলীগ এক নেতার নাম। ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধুর আদর্শ লালন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তৃনমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে যাচ্ছেন।
ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে দলে সর্বচ্চ নেতাদের ভিতরে চলছে এখন সাভার পৌর যুবলীগের সম্মেলনের আলোচনা। এরই মধ্য যুবলীগের গুরুত্বপূর্ণ পদে তৃনমূল ও ত্যাগি নেতাদের পছন্দের গুড বুকে একটি নাম এম এম জাহেরুল আহসান ফারুক । ত্যাগি কর্মীরা যুবলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবে তাকে দেখতে চায়।
বর্তমান রাজনৈতিক পরিচয়ঃ সাভার উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাংগঠনিক সম্পাদক ।
বর্তমানে এই নেতা সাভার উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাংগঠনিক সম্পাদক হিসেবে পালন করার পাশাপাশি তিনি যুবলীগের সকল কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে আসছেন।
সাভার পৌর যুবলীগের বড় একটি সূত্রে বলেন, পৌর যুবলীগের ভাল একটি কর্মীবান্ধব এর নাম এম এম জাহেরুল আহসান ফারুক । যুবলীগ নেতা কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা, শ্রদ্ধা ও ভালোবাসার অনন্য স্থান দখল করে আছেন এই নেতা । তারা আরও বলেন এম এম জাহেরুল আহসান ফারুক যদি সভাপতি হয় বিগত দিনের কর্মীবান্ধব একজন যুবলীগের সভাপতি পাবেন এমনটা আশা করছেন তারা। এম এম জাহেরুল আহসান ফারুক রাজনীতির পাশাপাশি অসংখ্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত রয়েছে । এমনকি সাভার পৌর তে মাদক সন্ত্রাস ও যৌন নিপীড়নের বিরুদ্ধে মানবাধিকার রক্ষায় তার রয়েছে জোরালো কন্ঠস্বর।
তার এই বর্ণাঢ্য ছাত্র ও যুব রাজনীতির ক্যারিয়ারে বিএনপি, জামায়াত ও সেনা শাসক দ্বারা অসংখ্য বার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হলেও পিছপা হননি তিনি। তার এই ত্যাগ দল অবশ্যই মূল্যায়ন করবেন।
এম এম জাহেরুল আহসান ফারুক বলেন, আমাকে যদি দল চায় তাহলে আমি যুলীগের সভাপতি পদে আছি আমার ব্যক্তিগত কিছু চাওয়ার নেই। দলের ত্যগি নেতারা আমাকে বারবার বলেন, ফারুক তুমি জীবনে অনেক কিছুৃ ত্যাগ করেছো। এখন তুমি সাভার পৌর যুবলীগের সভাপতি হও। এই জন্য আমি সভাপতি পদে আছি। আমি বাংলাদেশ আওয়ামী পরিবারের একজন সদস্য । সাভার পৌর সকল রাজনৈতিক মামলায় অন্যায় ভাবে আমার পরিবারকে জড়িয়ে হয়রানির শিকার হয়েছি বারবার।
আমার বাবার আদর্শ ও পারিবারিক রাজনৈতিক পরিচয়ে আমার পিতা নবীন থেকে প্রবীন আওয়ামীলীগের রাজনৈতিক নেতা হিসেবে দলের জন্য নিবেদিত প্রান বর্তমানে সাভার উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এম এম কামরুল কামরুল আহসান ( সোনাহর) ।
আমার পরিবার জাতির পিতার আদর্শে একটি পরিবার সেতু আমার দলের যেকোনো সিদ্ধান্ত দিনের মতো মাথা পেতে নিব।
No comments