Header Ads

  • সর্বশেষ খবর

    পোস্টার ছেড়াকে কেন্দ্র করে ১নং ওয়ার্ডে উত্তেজনা পাল্টাপাল্টি অভিযোগ ||rajshahirdorpon24

     

    পোস্টার ছেড়াকে কেন্দ্র করে ১নং ওয়ার্ডে উত্তেজনা পাল্টাপাল্টি অভিযোগ 

    মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :

    সাভার পৌরসভা নির্বাচনে পৌরসভার ১ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী চার জন যার মধ্যে সবচেয়ে আলোচিত প্রার্থী দুইজন তারমধ্যে রমজান আহাম্মেদ যার নির্বাচনী মার্কা উটপাখি, অপরদিকে বর্তমান কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা যার নির্বাচনী মার্কা পানির বোতল। নির্বাচনী প্রচার প্রচারণার প্রথম থেকেই আলোচনায় এই দুই কাউন্সিলর প্রার্থী।


     কিন্তু ৭ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে মিনহাজ উদ্দিন মোল্লা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উটপাখি মার্কা নিয়ে যিনি নির্বাচন করছেন তিনি ও তার সমর্থকরা পানির বোতল মার্কার মিনহাজ উদ্দিনের পোস্টার ছিঁড়ে ফেলেছেন।


    অপর দিকে উটপাখি মার্কার প্রার্থী রমজান আহাম্মেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমার বড় ভাই বর্তমান কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা যে অভিযোগ করেছেন তা পুরোপুরি উদ্দেশ্যপূর্ন, ভিত্তিহীন ও মিথ্যা এবং যে নাটক টি তিনি ঘটিয়েছেন তা অত্যন্ত ন্যাক্কার জনক ও আমি তার তীব্র প্রতিবাদ করছি।


     যখন আমি খবর শুনতে পাই সাথে সাথে ঘটনাস্থলে আসি ঐ স্থানের পথচারী ও মুদি দোকানিদের সাথে কথা বলে জানতে পাই, বর্তমান কাউন্সিলর মিনহাজ উদ্দিন তার নিজের পানির বোতল মার্কার কিছু পোষ্টার নিজ হাতে এনে এই স্থানে ফেলে ছবি তুলে চলে যায়। এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে যে আমি এবং আমার সমর্থকরা এই পোষ্টের ছিড়ে রাস্তায় ফেলেছি। এই বানানো ঘটনার আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।


    স্থানীয় দুইজন মুদি দোকানি ও পথচারীদের জিজ্ঞেস করলে তারা বলেন, বর্তমান কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা নিজ হাতে পানির বোতল মার্কার কিছু পোস্টার নিয়ে আসে এবং এই স্থানে ফেলে কিছু ছবি তুলে চলে যান। কোথায় কারা এই পোস্টারগুলো ছিড়েছে তাও জানিনা।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728