সাভারে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ও সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ ||rajshahirdorpon24
সাভারে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ও সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে এলজিএসপি-৩ এর অর্থায়নে প্রতিবন্ধী দের মাঝে হুইলচেয়ার, ক্রেচ, সেলাই মেশিন,ও শীত বস্ত্র বিতরণ করলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমর।
মঙ্গলবার বিকাল ৩ টায় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।এসময় প্রতিবন্ধী দের মাঝে ১৫ টি হুইলচেয়ার, ২০০ পিচ কম্বল,১০ টি শেলাই মেশিন, ৩০টি ক্রেচ,১০টি স্টিক ও অন্ধদের মাঝে ২০ টি চশমা বিতরন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছানিয়া আক্তার উপ-পরিচালক স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব মঞ্জুরুল আলম রাজীব চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ, শামীম আরা নীপা, উপজেলা নির্বাহি অফিসার সাভার,ঢাকা।
উক্ত বিতরণি অনুষ্ঠানের সভাপতি করেন জনাব ফখরুল আলম সমর চেয়ারম্যান তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ।
No comments