আশুলিয়ায় বিয়ে করে ফেরার পথে ডাকাতি ||rajshahirdorpon24
আশুলিয়ায় বিয়ে করে ফেরার পথে ডাকাতি |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ডাকাতির শিকার হয়েছে পাত্রপক্ষ। এসময় ডাকাত দলের সদস্যরা নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ২০ জানুয়ারি বুধবার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসাআই) সামিউল ইসলাম।
এর আগে ১৮ জানুয়ারি সোমবার রাত ২টার দিকে জিরানী-আমতলা-ধামরাই সড়কের রাঙ্গামাটি ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আশুলিয়া থানায় মৌখিকভাবে জানিয়ে রাখা হলেও বুধবার মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ভুক্তভোগী উত্তম গাঙ্গুলী জানায়, আশুলিয়ার শিমুলিয়ার কাইলকাপুর এলাকা থেকে বিয়ে শেষে জিরানী-আমতলা-ধামরাই সড়ক দিয়ে তারা একটি মাইক্রোবাস ধামরাইয়ের বাড়িতে যাচ্ছিল। এ সময় সোমবার দিবাগত রাত ২টার দিকে অন্তত ১৫ জনের একটি ডাকাত দল রাঙ্গামাটি এলাকার ব্রিজের সামনে ট্রাক দিয়ে বাঁধা সৃষ্টি করে।
পরে মাইক্রোবাস থামিয়ে নগদ প্রায় এক লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার লুট করে। একই সময় আরও কয়েকটি যানবাহন থেকে টাকা ও মালামাল ছিনিয়ে নেয় ডাকাতেরা।
জানতে চাইলে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ভুক্তভোগীদের ডাকা হয়েছে। তথ্য ও প্রমাণের ভিত্তিতে জড়িতদের আটক করা হবে।
No comments