Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা ||rajshahirdorpon24

     

    বাঘায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা 

    নিউজ ডেস্ক:

    বিনা অনুমতিতে তোলা ছবি পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের ভয়ভীতি দেখিয়ে উৎকোচ নেওয়ায় অভিযোগে রাজশাহীর বাঘায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নাটোর সদর থানার কাঠাললবাড়ীয়া গ্রামের আলমঙ্গীর হোসেন বাদি হয়ে,গত ৩১ ডিসেম্বর স্থানীয় সাংবাদিক এম ইসলাম দিলদার ও হাবিল উদ্দিনের বিরুদ্ধে  মামলাটি দায়ের করেছেন। 


    মামলার অভিযোগে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায়  নাটোরের বাগাতিপাড়া উপজেলার  কলাবাড়ীয়া  গ্রামের বাসিন্দা আতিয়ার রহমান ওরফে মুকুল (বাদির মামা) একই উপজেলার কলেজ পড়–য়া একছাত্রীকে নিয়ে বাঘা উপজেলার চন্ডিপুর গ্রামে,তার এক আত্মীয়ের বাড়িতে আসে। প্রেম সম্পকীয় ঘটনার আচরনে স্থানীয় কিছু লোকজন তাদের আটক করে। খবর পেয়ে সেখানে যান, মানব জমিন পত্রিকার প্রতিনিধি এম ইসলাম দিলদার ও গনকন্ঠ পত্রিকার প্রতিনিধি হাবিল উদ্দিন। এসময় বিনা অনুমতিতে তাদের ছবি তুলেন দুই সাংবাদিক ।

     রাত ৮ টার দিকে আতিয়ার রহমান ওরফে মুকুলসহ কলেজ পড়–য়া ছাত্রীকে থানায় নিয়ে যাওয়ার পর কলেজছাত্রী বাদি হয়ে আতিয়ার রহমান ওরফে মুকুলের বিরুদ্ধে মামলা করেন। রাত সাড়ে ১১টায় আতিয়ার রহমান ওরফে মুকুলের মামা আলমঙ্গীর হোসেনসহ তার ভাই সাইফুল ইসলাম থানায় যাওয়ার পর  তাদের কাছে ওই দ্জুনের একত্রিত ছবি পত্রিকায়  প্রকাশের ভয়ভীতি দেখিয়ে পাঁচ হাজার টাকা উৎকোচ নেয় দুই সাংবাদিক। এর পরে কলেজ ছাত্রীর দুলাভাই আব্দুল মমিনকেও রাতে ফোন করে পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে  ছবি প্রকাশের কথা বলেন তারা। আব্দুল মমিনের মাধ্যমে মুকুলের মামা বাদি আলমঙ্গীর হোসেন বিষয়টি জানার পর, তাকে বলেন ৫হাজার টাকা দেওয়া হয়েছে। তিনি যেন আর কোন টাকা না দেন। এসব বিষয়ে অভিযোগ এনে বাঘা থানায় মামলা দায়ের করেন আলমগীর হোসেন। (মামলা নং ১০,তারিখ ৩১-১২-২০২০)। 


     এ বিষয়ে বাঘা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক,মফিজুল ইসলাম দিলদার জানান,তারাসহ আরো ২জন সাংবাদিক ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশের উর্ধতন অফিসারের আতœীয়র পরিচয় দিয়ে ছবি তুলতে নিষেধ করেন। তারা বাদেও অনেকই ছবি তুলেছেন। কারো কাছ থেকে কোন টাকা নেননি কিংবা রাতে কাউকে ফোন করেননি। মিথ্যা অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছে বলে দাবি তার। আলমগীর হোসেন বলেন, কোন মিথ্যা অভিযোগ তিনি করেননি।


     অফিসার ইনচার্জ (ওসি)নজরুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে  আইনানুগ ব্যবস্থা নিবেন। তবে  অনলাইন পোর্টাল নিউজে আমার যে বক্তব্য ছাপা হয়েছে, সেই বিষয় নিয়ে এর আগে কেই আমার সাথে কথা বলেননি। ##


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728