সরিষাবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মোখলেছুর মমিন (সবুজ) এর গণসংযোগ ||rajshahirdorpon24
সরিষাবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মোখলেছুর মমিন (সবুজ) এর গণসংযোগ |
বেলাল হোসেন, (সরিষাবাড়ী) প্রতিনিধি:
আগামী ৩০ জানুয়ারী নির্বাচন কাউন্সিলর প্রার্থী মোঃ মোখলেছুর মমিন (সবুজ) গণসংযোগ প্রচার-প্রচারণায় চালিয়ে যাচ্ছেন। জমে উঠছে সরিষাবাড়ী পৌরসভা নির্বাচন। পৌরসভার রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন মিছিল, স্লোগানে মুখরিত। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সরিষাবাড়ী ৪নং ওয়ার্ডের এলাকা। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধু নির্বাচন। শীতকে হার মানিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট চেয়ে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকায়। সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন মোঃ মোখলেছুর মমিন (সবুজ) ।
সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জনপ্রতিনিধি পক্ষে গণজোয়ার সাধারণ মানুষের ঢল । পৌর এলাকায় ভোট চাওয়ার পাশা-পাশি প্রতিদিন বিভিন্ন পাড়া-মহল্লায় মিছিল চালিয়ে যাচ্ছেন । তাঁর এই মিছিলে যোগ দিচ্ছেন নারী-পুরুষ। সরিষাবাড়ী ৪নং ওয়াডে ভোটারদের তাঁর নির্বাচিত এলাকা বিভিন্ন ,পাড়া-মহল্লায় গনসংযোগ করছেন। ঘুরছেন ভোটারদের দারে-দারে। এ থেকে তিনি আশার আলো শুনতে পাচ্ছেন ভোটারদের মুখ থেকে। ৪নং এর বাসিন্দারা বলেন, এবারে ভোটে উটপাখির জয় লাভ ইনশাল্লাহ।
৪নং ওয়াডের বাসিন্দারা বলেন, মোঃ মোখলেছুর মমিন (সবুজ) একজন ভালো মানুষ। এবার তার জয় নিশ্চিত বলছেন এলাকার জনসাধারণ ও ভোটাররা ।
মোঃ মোখলেছুর মমিন (সবুজ) তার উটপাখি মার্কা ম্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানের মধ্যে একটি কথা উঠে আসছে, মোঃ মোখলেছুর মমিন (সবুজ) ভাই যেখানে আমরা আছি সেখানে ৩০ তারিখ সারা দিন উট পাখি মাকায় ভোট দিন।
কাউন্সিলর প্রার্থী মোঃ মোখলেছুর মমিন (সবুজ) বলেন, নির্বাচনের দিন পর্যন্ত যাতে প্রার্থীদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। সুষ্ঠু ভোট হলে ইনশাআল্লাহ শতভাগ আমি আশাবাদী। আমি জনগণকে বলব, আমার জন্য দোয়া করতে এবং আমাকে যেন অবশ্যই ভোটটা দেন উট পাখি মার্কা। ‘আমরা সুশৃঙ্খলভাবে সবাই সমানভাবে প্রচারের সুযোগ পাচ্ছি। আমি শতভাগ মানুষের ভালোবাসা ও দোয়ায় বিজয় আমার সুনিশ্চত।
No comments