Header Ads

  • সর্বশেষ খবর

    দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল: ত্রাণ প্রতিমন্ত্রী ||rajshahirdorpon24

     

    দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল: ত্রাণ প্রতিমন্ত্রী 

    মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন,‍ সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। দারিদ্র্য বিমোচনসহ সামাজিক নিরাপত্তা অর্জনে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় সরকার গৃহীত পদক্ষেপসমূহ বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। এসব কারণে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন সারাবিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত।


    তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও অবকাঠামো নির্মাণ এব়ং সর্বক্ষেত্রে সরকারের উন্নয়ন কার্যক্রমসমূহ এখন দৃশ্যমান। সরকারের টানা এক যুগ পূর্তি উপলক্ষে শনিবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে 'অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।


    ত্রাণ প্রতিমন্ত্রী বলেন,‍‍‍ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীন ‘সবার জন্য বাসস্থান’ শ্লোগান অনুযায়ী দেশব্যাপী দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। কাবিখা ও টিআর কর্মসূচির বিশেষ খাতে ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে দেশে মোট ২৮ হাজার ২২৭টি দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ করা হয়। এছাড়া মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রতিটি গ্রামে একটি করে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।


    ডা. এনাম আরো বলেন, জলবায়ুর ঘাত-প্রতিঘাত সহ্য করে কাঙ্ক্ষিত উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দুর্যোগ ঝুঁকি-হ্রাস বিষয়টি অন্তর্ভুক্ত করে সরকার সম্প্রতি ১০০ বছর মেয়াদী বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ প্রণয়ন করেছে। ২১০০ সাল নাগাদ স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাসমূহের সমন্বয়ে যোগসূত্র সৃষ্টি করবে ডেল্টা প্ল্যান। এভাবে দুর্যোগে ঝুঁকি হ্রাসে জীবন ও সম্পদের সম্ভাব্য ক্ষয়-ক্ষতি কমিয়ে দুর্যোগ সহনীয়, টেকসই ও নিরাপদ দেশ গড়ার লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে কাঠামোগত ও অবকাঠামোগত কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে, যা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়ক হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728