প্রথম ধাপে ৭০ হাজার দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করা হচ্ছে: ডা. এনাম ||rajshahirdorpon24
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাড়ি মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সরকারের সবচেয়ে বড় উদ্যোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। প্রথম ধাপে দেশজুড়ে ৭০ হাজার ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। সেগুলোর কাজ শেষের দিকে। আগামী ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সেসব ঘর সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করবেন।
আজ বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরে নওগাঁয় ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডা. এনাম আরো বলেন, জরুরি ভিত্তিতে সারাদেশে ৬৬টি ত্রাণ গুদামের কাজ শুরু হয়েছে। যেখানে শুকনা খাবারসহ অন্যান্য খাবার জমা থাকবে। দুর্যোগকালীন সময়ে সেখান থেকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দ্রুত খাবার সরবরাহ করা হবে। এছাড়া তথ্য সংরক্ষণ করা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ মোহসীন, নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ এসময় উপস্থিত ছিলেন। পরে সেখানে বৃক্ষ রোপন করেন ডা. এনামুর রহমান।
No comments