জমে উঠেছে সাভার পৌরসভা নির্বাচনী প্রচারণা ||rajshahirdorpon24
মো শান্ত খান সাভার প্রতিনিধি:
আগামী ১৬ জানুয়ারী নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠছে সাভার পৌরসভা নির্বাচন। পৌরসভার রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন মিছিল, স্লোগানে মুখরিত। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পৌর এলাকা। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধু নির্বাচন।
পৌষের শীত হার মানিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অংশ নিয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র হাজী আব্দুল গনি নৌকা প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন। পাশাপাশি সমানভাবে চালাচ্ছেন উঠান বৈঠক ও মাইকিং। জয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যক্ত করে তিনি বলেন, বিগত ৫ বছরে পাড়ায় পাড়ায় রাস্তা ও ড্রেন হয়েছে।
অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মেয়র আলহাজ্ব রেফাত উল্লাহর পক্ষে দলীয় নেতাকর্মীদের তেমন একটা প্রচারণায় দেখা মিলছে না। মনোনয়ন পাওয়ার পরে কিছুটা প্রচারণা করলে এখন তিনি ঘরে বসেই সময় কাটাচ্ছেন। তিনি বলেন,আওয়ামী লীগ নেতাকর্মীদের ভয়ে তিনি প্রচারণা চালাতে পারছেন না। অন্য দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ মোশারফ হোসেন হাত পাখা প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
এদিকে ভোটাররা বলছে সৎ যোগ্য প্রার্থীকে তারা এইবার বিশেষ শ্রেণীর পৌর সভার মেয়র ও কাউন্সিলরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
একইভাবে থেমে নেই কাউন্সিলর ও মহিলা প্রার্থীরা। তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের ঘরে ঘরে- এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন আর পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন প্রার্থীরা। নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করে পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন কাউন্সিলর ও মহিলা প্রার্থীরাও। সবাই নিজ নিজ প্রতীকে ভোট দিতে ভোটারদের কাছে অনুরোধ জানাচ্ছেন।
তবে ভোটাররাও প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তির হিসাব কষছেন। আশ্বাসে বিশ্বাসী নয়-বেছে নেবেন যোগ্য প্রার্থীকে।
আগামী ১৬ জানুয়ারী ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে প্রথমবারের মতো সাভার পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৪০ জন এবং মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নজরুল ইসলাম মানিক মোল্লা কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।
সাভার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মনির হোসাইন খান বলছেন, সাভার পৌরসভা নির্বাচনে এই প্রথম ইভিএম ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতি মধ্যে তারা ভোটারদের ইভিএমএর মাধ্যমে ভোট কেন্দ্রে আসার জন্য প্রচারণা চালাচ্ছেন। ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে প্রথম শ্রেণীর সাভার পৌরসভার নির্বাচন। এ পৌরসভায় মোট ভোটার ১ লক্ষ ৮৮ হাজার ৮৮ জন। এর মধ্যে পুরুষ ৯৪ হাজার ৫৮৭ জন ও মহিলা ৯৩ হাজার ৫০১ জন ভোটার। তিনি আরো বলেন, আগামী ১৪ জানুয়রী পৌরসভার ৮৪ টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকাল চারটা পর্যন্ত মগ ভোটিং অনুষ্ঠিত হবে।
এছাড়া অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সাভার পৌর নির্বাচন সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম তিনি বলেন,ভোটারা যাতে সুষ্ঠ ভাবে ভোট প্রদান করে বাড়ি ফিরতে পারেন সেব্যবস্থা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
এবারের সাভার পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে বলে মনে করেন সাভার পৌরবাসী ও ভোটারা।
No comments