Header Ads

  • সর্বশেষ খবর

    আড়ানী পৌর নির্বাচন ঃ ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছে প্রার্থীরা ||rajshahirdorpon24

     


    বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

    ভোটের দিন এগিয়ে আসার সাথে বিরামহীন প্রচারনায় প্রার্থীদের খাওয়া নাওয়া এখন নেই বললেই চলে।  আনুষ্ঠানিক প্রচারনার বেধে দেওয়া সময়ের আগেও ভ্টোারদের সাথে যেগাযোগ রক্ষা করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। জয়ের মালা গলায় নিতে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীরা গণনংযোগের পাশাপাশি করছে নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক। সব প্রার্থীরাই বলছেন উন্নয়নের কথা।


     শনিবার (০৯-০১-২০২১) ২টার পর পৌরসভার গোচর, হামিদকুড়া, আড়ানী পৌর বাজারের বিভিন্ন পাড়ায় ভোটারদের দ্বারে দ্বারে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী আড়ানী  আ’লীগের পৌর সভাপতি শহীদুজ্জামান শাহীদ। ২ নম্বর ওয়ার্ডের গোচর গ্রামের গরিমন বেগমের বাসায় ভোট চাইতে গেলে তাকে শুধু ভোটই দিতে চাননি, মাথায় হাত দিয়ে দোয়াও করেন ৭৫ বছর বয়সের এই বৃদ্ধা। এ সময় শহীদুজ্জামান বলেন, আপনাদের দোয়া ও ভোট নিয়ে বিজয়ী হলে মড়েল পৌরসভা গঠনের সহায়ক হবে।

    আগামী ১৬ জানুয়ারী ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 


    এদিকে বিএনপির ধানের শীষের প্রার্থী তোজাম্মেল হক এবং বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মুক্তার আলী নারিকেল গাছ প্রতীকে ভোটের জন্য পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও ওঠান বৈঠক করছেন। তাদের পাশাপাশি প্রচারনায় পিছিয়ে নেই সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলররা। ##


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728