Header Ads

  • সর্বশেষ খবর

    ঢাকা আরিচা মহাসড়কের সালেহপুর ব্রীজে ফাটল, তীব্র যানজট! ||rajshahirdorpon24

     

    ঢাকা আরিচা মহাসড়কের সালেহপুর ব্রীজে ফাটল, তীব্র যানজট! 

    মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:

    সাভারে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর ব্রীজে ফাটল দেখা দেওয়ায় টানা চতুর্থ দিনের মত মহাসড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। এঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট রয়েছে। এদিকে মহাসড়কের গুরুত্বপূর্ণ এই ফাটল ব্রীজটি আজ থেকে মেরামত শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। জীবনের ঝুকি নিয়েই ফাটল ব্রীজের উপর দিয়ে এক পাশে যানচলাচল করছে।


    যেকোন সময় ব্রীজটি ভেঙ্গে পড়ে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করেছে সড়ক ব্যবহারকারীরা। গত চার দিন ধরে মহাসড়কে যানজট ঠেকাতে হিমশিম খাচ্ছে সাভার হাইওয়ে পুলিশ।


    সাভার হাইওয়ে পুলিশের ওসি গোলাম মোস্তফা বলেন, গত চার দিন আগে তুরাগ নদীর উপর প্রায় ১০০ বছর আগে নির্মিত ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর ব্রীজের আটটি বিমের মধ্যে চারটিতে ব্যাপক ফাটল দেখা যায় সেই সাথে ব্রীজটির এক পাশে দেবে যায়। এঘটনায় ব্রীজটি ঝুকিপূর্ণ ঘোষনা করে ভারি যানবাহন চলাচল নিষেধাজ্ঞা জারি করে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।


    এদিকে আজ রবিবার থেকে ঝুকিপূর্ণ ব্রীজটির মেরামত কাজ শুরু করেছে সড়ক বিভাগ। যানজট এড়াতে যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। ব্রীজটি মেরামত করতে আরও বিশ দিন সময় লাগতে পারে বলে জানা গেছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728