তানোর পৌরসভায় কাউন্সিলর প্রার্থী মুকুল এগিয়ে ||rajshahirdorpon24
তানোর পৌরসভায় কাউন্সিলর প্রার্থী মুকুল এগিয়ে |
আলিফ হোসেন, তানোরঃ
রাজশাহীর তানোর পৌরসভার আসন্ন নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ মতাদর্শী পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন তরুণ নেতৃত্ব সাবেক কাউন্সিলর মমিনুল ইসলাম মুকুল প্রচার-প্রচারণা,গণসংযোগ ও জনপ্রিয়তায় অন্যদের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন।
অন্যদিকে অনিয়ম-দুর্নীতি,ক্ষমতার অপব্যবহার,স্বজনপ্রীতি উন্নয়নে ব্যর্থ ইত্যাদি কারণে বর্তমান কাউন্সিলর যুবদল নেতা আব্দুল মান্নান নির্বাচনী দৌড়ে অনেক পিছিয়ে রযেছে, বিজয় তো পরের কথা এবার শক্ত প্রতিদন্দীতা গড়ে তোলায় তার জন্য বড় চ্যালেন্জ বলে মনে করা হচ্ছে। এছাড়াও মুকুল সরকার সমর্থক প্রার্থী হওয়ায় তার সুবিধাও অনেক। কারণ সাধারণ বুঝতে শিখেছে সরকারবিরোধী সমর্থক কোনো প্রার্থীকে ভোট দিয়ে কোনো ফায়দা নাই, তাই তারা সরকার সমর্থক কোনো প্রার্থীকে বিজয়ী করতে চাই। ভোটারদের এই মানষিকতা বিজয়ের পথে মুকুলকে অনেকটা এগিয়ে রেখেছে আর মান্নানকে অনেকটা পিছিয়ে দিয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, কাউন্সিলর পদে নির্বাচিত হতে একজন প্রার্থীর যে ধরণের রাজনৈতিক,সামাজিক, পারিবারিক পরিচিতি, ব্যক্তি ইমেজ, উন্নয়ন মানসিকতা ও গ্রহণযোগ্যতা ইত্যাদি প্রয়োজন মুকুল সেই সব গুনের অধিকারী সম্পন্ন প্রার্থী। এসব বিবেচনায় নির্বাচনের মাঠে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় অন্যদের থেকে তিনি এগিয়ে রয়েছেন।
No comments