নির্বাচনে কাউকে দায়ী না করে,আগের মতোই কাজ করবেন পরাজিত আ’লীগ দলীয় মেয়র প্রার্থী শহীদুজ্জামান ||rajshahirdorpon24
নির্বাচনে কাউকে দায়ী না করে,আগের মতোই কাজ করবেন পরাজিত আ’লীগ দলীয় মেয়র প্রার্থী শহীদুজ্জামান |
স্টাফ রিপোর্টার:
গত ১৬ জানুয়ারী অনুষ্ঠিত, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী মোঃ শহীদুজ্জামান বলেছেন, আমার পরাজয়ের জন্য কাউকে দায়ী করিনি। জনগণ ভালো মনে করে,যাকে ভোট দিয়েছেন তিনিই নির্বাচিত হয়েছেন। নির্বাচনে উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ তার পক্ষেই ছিলেন।
বুধবার(২০-জানুয়ারী)ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় “নৌকা ডোবাতে মরিয়া দলের এমপিরা’’ শিরোনামে খবর প্রকাশের পর শহীদুজ্জামান তার স্বাক্ষরিত পত্রে (বাংলাদেশ আওয়ামীলীগ,আড়ানী পৌরশাখা,বাঘা রাজশাহী), বিবৃতি দিয়ে বলেছেন, ওই সংবাদের ভেতরে আড়ানী পৌরসভার নির্বাচন কেন্দ্রীক তার উদ্ধৃতি দিয়ে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে,সেই বিষয়ে ওই প্রতিবেদকের সঙ্গে তার কোন কথা হয়নি। নির্বাচত্তোর পর্যালোচনা করে বিবৃতিতে তিনি বলেছেন, ধানের শীষ প্রতীকের সমর্থকরা নৌকাকে পরাজিত করার জন্য দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়েছেন। এ কারণেই পরাজিত হয়েছেন।
স্থানীয় সংসদ সদস্য,পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ¦ শাহরিয়ার আলম, উপজেলা ও পৌর আওয়ামীলীগ সুসংগঠতিভাবে নির্বাচনে সহযোগিতা করেছেন। মনোনয়ন প্রদানের পর আমাকে সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা দিয়েছেন তারা। তাই দলীয় নেতাদের নিয়ে বিদ্রোহী প্রার্থীকে সহযোগিতার যে কথা বলা হয়েছে,তা ভিত্তিহীন। এখানে এ ধরনের কোন ঘটনা ঘটেনি।
পরাজিত হলেও তিনি আগের মতোই কাজ করবেন বলে, গনমাধ্যম কর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের দৃষ্টি আকর্ষন করে এসব বিবৃতি দিয়েছেন আ’লীগ দলীয় পরাজিত মেয়র প্রার্থী ও আড়ানী পৌর আ’লীগের সভাপতি মোঃ শহীদুজ্জামান।
No comments