সাভার ইউনিয়নে পরিষদের ড্রেন ও কবরস্থানের ভিত্তি প্রস্তরের উদ্বোধন ||rajshahirdorpon24
সাভার ইউনিয়নে পরিষদের ড্রেন ও কবরস্থানের ভিত্তি প্রস্তরের উদ্বোধন |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
সাভারে একটি রাস্তার ড্রেন এবং আনন্দ ধারা কবরস্থানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাভার ইউনিয়নের চেয়ারম্যান হাজী সোহেল রানা।
২রা জানুয়ারি শনিবার সকালে ৪নং ওয়ার্ড দেওগাঁও এলাকায় একটি রাস্তার ড্রেনের নির্মাণ কাজ এবং বিকেলে ৩নং ওয়ার্ড চাঁপাইন লালটেক এলাকায় কবরস্থানের কাজের উদ্বোধন করেন।
এর আগে দেওগাঁও বাইতুল নাজাত জামে মসজিদ এবং একটি রাস্তা পরিদর্শন করেন।পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ,৪নং ওয়ার্ড মেম্বর ওয়াদুদ আকন।৪,৫ এবং ৬নং ওয়ার্ড মহিলা মেম্বার মনোয়ার আক্তার,৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ইদ্রিস আলী,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন মোল্লা,সাংগঠনিক সম্পাদক রহমান বেপারী,সাভার ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেন আনু,দেওগাঁও বাইতুল নাজাত জামে মসজিদের ইমাম রফিকুল ইসলাম,লালটেক আনন্দ ধারা জামে মসজিদের ইমাম আব্দুল আল-বাকি,আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
No comments