মিথ্যা সংবাদ প্রচার করে সম্মান ক্ষুন্ন করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন ||rajshahirdorpon24
জমি দখল করতে বাধা দেওয়ায় মিথ্যা সংবাদ প্রচার করে সম্মান ক্ষুন্ন করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
জমি দখল করতে বাধা দেওয়ায় মিথ্যা সংবাদ প্রচার করে সম্মাণ ক্ষুন্ন করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন।
দুপুরে সাভারের বাইপাইল এলাকায় নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে এসময় লিখিত বক্তব্যে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন বলেন,বাইপাইল বসুন্ধরা এলাকার শীর্ষ ভূমি দস্যু এম এ মতিন অস্ত্র ও ক্যাডার বাহিনী দিয়ে ভয়ভীতি দেখিয়ে নিরিহ মানুষের জমি দখল করে আসছিলেন। পরে জমি দখল করতে তিনি বাধা প্রদান করলে এম এ মতিন বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করান। মিথ্যা সংবাদ প্রচার করে সম্মাণ ক্ষুন্ন করার অভিযোগ তুলে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে এসময় তিনি বলেন আমি কোন ভূমি দস্যু বা চাঁবাবাজ নই একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে প্রতিনিয়ত হয়রানী করে যাচ্ছেন।
এসময় তিনি আরও বলেন আমি যদি কোন অপরাধ করি তাহলে প্রশাসন আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নিবেন আমি রাজি আছি। কিন্তু মিথ্যা অভিযোগ করে যারা তার সম্মাণ ক্ষুন্ন করেছে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
No comments