Header Ads

  • সর্বশেষ খবর

    তানোরে আমিনের গণসংযোগ ও উঠান বৈঠক ||rajshahirdorpon24

     

    তানোরে আমিনের গণসংযোগ ও উঠান বৈঠক 

    তানোর (রাজশাহী)প্রতিনিধি

    রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার প্যানেল মেয়র ও  আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী  আমির হোসেন আমিন পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের  নিয়ে আমির হোসেন  ১ জানুয়ারী শুক্রবার দিনব্যাপী পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা বিনিময়, গণসংযোগ ও উঠান বৈঠক করে ব্যস্ত সময় পার করেছেন। 


    এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম,সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর নাহিদ হাসান, মোহাম্মদ মন্টু, আহম্মেদ সিজার, আরিফ রায়হান তপন ও কাজী রুবেল রানা প্রমুখ। এসময় তিনি নারীর ক্ষমতায়ন, কুটির শিল্প,ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন। যৌতুক-মাদক, নারী নির্যাতন-বাল্যবিয়ে, ইভটিজিং-সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আশার আহবান জানিয়ে তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে আসন্ন নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে স্থানীয় সাংসদের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাষ ও সার্বিক সহযোগীতার প্রতিশ্রুতি দিয়েছেন। 


     তিনি স্থানীয় সাংসদের পক্ষ থেকে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে বলেন, মুন্ডুমালা পৌরসভার আসন্ন নির্বাচনে এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে হবে আপনাদেরই। তিনি বলেন, নৌকা উন্নয়ন ও গণতন্ত্রের প্রতিক তাই নৌকার বিজয় নিশ্চিত করতে আপনাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 


    এ সময় গ্রামবাসী পৌর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728