Header Ads

  • সর্বশেষ খবর

    সাভার পৌরসভার কাউন্সিলর হলেন যারা ||rajshahirdorpon24

     

    সাভার পৌরসভার কাউন্সিলর হলেন যারা 

    মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:

    দ্বিতীয় ধাপে সাভার পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।


    শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় সাভার সরকারি কলেজে নির্বাচনের ফল ঘোষণা করেন ঢাকা জেলার জ‌্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও সাভারের রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসাইন খান।


    বর্তমান কাউন্সিলর হয়েছেন

    ১নং ওয়ার্ড থেকে রমজান আহম্মেদ ৬০৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মিনহাজ উদ্দিন মোল্লা(পানির বোতল) তিনি পেয়েছেন ২৬০০ ভোট


    ২নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হয়েছেন নজরুল ইসলাম মানিক মোল্লা


    ৩নং ওয়ার্ড থেকে সানজিদা শারমিন মুক্তা(পানির বোতল) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মফিজুল ইসলাম (পাঞ্জাবি প্রতিক) ১৬১০ ভোট


    ৪নং ওয়ার্ড থেকে নূরে আলম সিদ্দিকী নিউটন(ফাইল কেবিনেট) ৩১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ সাহিদুল ইসলাম(উট পাখি) তিনি পেয়েছেন ১৮১৮ ভোট


    ৫নং ওয়ার্ড থেকে মশিউর রহমান সম্রাট(ব্লাক বোর্ড) ২১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দেলোয়ার হোসেন দিলু(উটপাখি) তিনি পেয়েছেন ২০৯১ ভোট


    ৬নং ওয়ার্ড থেকে আলহাজ্ব আব্দুস সাত্তার(উটপাখি) ২৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ হোসেন আলী (টেবিল ল্যাম্প) তিনি পেয়েছেন ২৭৩০ ভোট


    ৭নং ওয়ার্ড থেকে আব্দুর রহমান(পানির বোতল)২৯৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ আব্বাস আলী তিনি পেয়েছেন ২৬০২ ভোট


    ৮নং ওয়ার্ড থেকে সেলিম মিয়া(ডালিম প্রতীক) ৬২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ মনির পালোয়ান(উট পাখি) তিনি পেয়েছেন ৩০৬০ ভোট


    ৯নং ওয়ার্ড থেকে আনিসুজ্জামান খান(ডালিম প্রতিক) ২৬২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ আয়নাল হক(পানির বোতল প্রতীক) তিনি পেয়েছেন ২৫৮৭ ভোট


    এছাড়া সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর হয়েছেন


    (১,২,৩) এ নির্বাচিত হয়েছেন ইয়াসমিন আক্তার সাথী

    (৪,৫,৬) এ নির্বাচিত হয়েছেন মিসেস ডারফিন আক্তার

    (৭,৮,৯) এ নির্বাচিত হয়েছেন সুলতানা রাজিয়া


    উল্লেখ্য, সাভার পৌরসভা নির্বাচনে এবারি প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হয়।


    সাভার পৌর নির্বাচন সূত্রে যানা যায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ১লক্ষ ৮৮ হাজার ৮৮ জন, এর মধ্যে পুরুষ ভোটার ছিলো ৯৪হাআর ৫৮৭ জন ও মহিলা ভোটার ছিলো ৯৩হাজার ৫০১জন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728