Header Ads

  • সর্বশেষ খবর

    আড়ানী পৌর নির্বাচন ঃকাউন্সিলর প্রার্থী মুক্তারের প্রচারনা মিছিলে নারি-পুরুষ ||rajshahirdorpon24

     

    আড়ানী পৌর নির্বাচন ঃকাউন্সিলর প্রার্থী মুক্তারের প্রচারনা মিছিলে নারি-পুরুষ 

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ           

    বেলা দুইটার পর থেকে রাত ৮ টা পর্যন্ত প্রচার মাইকিং আর মিছিলে সরগরম হয়ে উঠে পৌর এলাকার ৯টি ওয়ার্ড।  ১৬ জানুয়ারি রাজশাহীর আড়ানি পৌরসভার নির্বাচন সামনে রেখে প্রার্থী ও সমর্থকদের এমন প্রচারনা  ভোট উৎসবে পরিনত হচ্ছে প্রতিদিন। প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের একজন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নবীন কাউন্সিলর প্রার্থী মুক্তার আলী (উট পাখি)। 

    মঙ্গলবার(১২ডিসেম্বর) ২টার পর সাবেক কাউন্সিলর আব্দুল সালামের নের্তৃতে প্রচার মিছিল নিয়ে নেমে পড়েন ওয়ার্ডের গ্রামে গ্রামে। তার মিছিলে যোগ দেন দলমত নির্বিশেষে প্রায় ৬০০ শতাধিক নারি-পুরুষ । ৫ নম্বর ওয়ার্ডটি আড়ানী  বাজারের পূর্ব - দক্ষিনে শাহাপুর,খাঁপাড়া,দিয়াড়পাড়ার পূর্বাংশ  নিয়ে গঠিত। ভোটার সংখ্যা ১ হাজার ২৬৯ জন। এর মধ্যে পুরুষ ৬৫৪ জন ও নারী ৬১৫ জন।  এই ওয়ার্ডের প্রতিদ্ব›িদ্ব কাউন্সিলর প্রার্থী রয়েছে আরেকজন আব্দুল হাকিম টুটুল খোন্দকার(পানির বোতল)।

     কাউন্সিলর প্রার্থী মুক্তার আলী জানান, আমি ব্যবসার পাশাপশি ওয়াডের্র সাধারণ মানুষের পাশে থেকে তাদের কাজে সহযোগিতা করেছি। ভোটারদের সাথে পরামর্শ করে প্রথমবারের মত কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করেছি। দলবল নির্বিশেষে ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আশাবাদি।  আরেক প্রার্থী আব্দুল হাকিম বলেন,প্রতীক বরাদ্দের পর থেকে ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ, প্রচার মিছিল করছেন। জয়ের ব্যাপারে তিনিও আশাবাদি। ##


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728