সাভার ও আশুলিয়ায় পৃথক ঘটনায় চার জনের মৃত্যু ||rajshahirdorpon24
ফাইল ফটো |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
পৃথক পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া চার জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও অন্তত তিন জন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে সাভার ও আশুলিয়ার পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করে সংশ্রিষ্ট থানা পুলিশ।
পুলিশ বলছে, দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর ও আমিনবাজার এলাকায় যাত্রীবাহী বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী ও এক রিক্সা চালক নিহত হয়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।
এদিকে আশুলিয়ার নবীনগর এলাকায় একটি হোটেলে কাজ করার সময় বিদুৎ্য পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। এছাড়াও ভবন মালিকের অবসাধানতায় আশুলিয়ার জিরানীবাজার এলাকায় একটি পুরোনো বাড়ি ভাঙ্গতে গিয়ে দেয়াল ধ্বসে পথচারী এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৩ জন পথচারী।
জিরানীবাজার এলাকার হাজী আলী হোসেনের মালিকানাধীন টিন সেড বাড়িটি ভাঙ্গার সময় এই দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহত চার জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
No comments