বাঘায় তাড়ি মদ ও ফেন্সিডিলসহ ২জন গ্রেফতার ||rajshahirdorpon24
বাঘায় তাড়ি মদ ও ফেন্সিডিলসহ ৩জন গ্রেফতার |
স্টাফ রিপোর্টার:
রাজশাহীর বাঘায় তাড়ি মদ ও ফেন্সিডিলসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার কলিগ্রামের আব্দুল মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৩৮),চারঘাট উপজেলার মিয়াপাড়া (চাইপাড়া) গ্রামের জরামনা আলীর ছেলে আব্বাস আলী(৪০)।
পুলিশ জানায়, সোমবার (০৪-০১-২০২১) দিবাগত রাত সোয়া ২টার দিকে এসআই আব্দুল খালেক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কলিগ্রামের মজিবর রহমানের আমবাগান এলাকা থেকে ১৫লিটার তাড়ি মদসহ রবিউল ইসলামকে গ্রেফতার করে। এর সময় নারায়নপুর পালপাড়া গ্রামের বিশারতের ছেলে নাজমুল পালিয়ে যায়। এর আগে সকাল পৌণে ৯টার দিকে এসআই লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কালিদাশখালি উচ্চ বিদ্যালয়ের পাকা রাস্তা সংলগ্ন এলাকা থেকে ২৫ বোতল ফেন্সিডিলসহ আব্বাস আলী(৪০)কে গ্রেফতার করে। সে অভিনব কায়দায় শরীরে বেঁধে ফেন্সিডিলগুলো মোটরসাইকেলে বহন করছিল। তার ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, পলাতক ১জনসহ ৩জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (০৫-০১-২০২১) গ্রেফতার ২জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
No comments