Header Ads

  • সর্বশেষ খবর

    তিতাসের অভিযানে ৫শত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন!||rajshahirdorpon24

     

    তিতাসের অভিযানে ৫শত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন!

    মোঃ শান্ত খান সাভার  প্রতিনিধি:

    তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করে ৫শত বাসাবাড়িতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে।


    মঙ্গলবার (২৬ জানুয়ারি) সাভারের ইয়ারপুর ইউনিয়নের ধনাইদ ইউসুফ মার্কেট এলাকায় তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েমের নেতৃত্বে পরিচালিত অভিযানে আনুমানিক এক কিলোমিটার ব্যাপী অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপলাইন তুলে ফেলা সহ রাইজার জব্দ করা হয়।


    এব্যাপারে তিতাসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম জানান, আজ (সোমবার) সাভারের ইয়ারপুর ইউনিয়নের ধনাইদ ইউসুফ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেছি। এখানে একটি অসাধু চক্র তিতাসের বৈধ উচ্চ চাপ বিশিষ্ট বিতরণ লাইন থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে দুই ইঞ্চি, দেড় ইঞ্চি এবং এক ইঞ্চি পাইপ ব্যবহার করে এই এলাকার বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়েছে। 


    আজকের অভিযানের দ্বারা এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে আনুমানিক এক কিলোমিটার ব্যাপী অবৈধ পাইপলাইন উচ্ছেদ হয়েছে, তাতে পাঁচশত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


    গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান প্রমুখ সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ।


    অভিযান চলাকালে ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপ-পরিদর্শক আব্দুল গাফফার এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728