আড়ানী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম গণসংযোগ ||rajshahirdorpon24
![]() |
আড়ানী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম গণসংযোগ |
স্টাফ রিপোর্টার:
আগামী ১৬ জানুয়ারী নির্বাচন কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম গণসংযোগ প্রচার-প্রচারণায় চালিয়ে যাচ্ছেন। জমে উঠছে আড়ানী পৌরসভা নির্বাচন। পৌরসভার রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন মিছিল, স্লোগানে মুখরিত। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে আড়ানী ১নং ওয়ার্ডের এলাকা। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধু নির্বাচন। পৌষের শীত হার মানিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট চেয়ে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকায়। সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন রবিউল ইসলাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, ভোটের দিন পর্যন্ত এমন পরিবেশ থাকলে তাঁরা ভোটকেন্দ্রে যাবেন।
আড়ানী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জনপ্রতিনিধি পক্ষে গণজোয়ার সাধারণ মানুষের ঢল । পৌর এলাকায় ভোট চাওয়ার পাশা-পাশি প্রতিদিন বিভিন্ন পাড়া-মহল্লায় মিছিল চালিয়ে যাচ্ছেন । তাঁর এই মিছিলে যোগ দিচ্ছেন নারী-পুরুষ।বুধবার বিকেলে আড়ানী ১নং ওয়াডে ভোটারদের তাঁর নির্বাচিত এলাকা বিভিন্ন ,পাড়া-মহল্লায় গনসংযোগ করছেন। ঘুরছেন ভোটারদের দারে-দারে। এ থেকে তিনি আশার আলো শুনতে পাচ্ছেন ভোটারদের মুখ থেকে। ১নং এর বাসিন্দারা বলেন, আমরা এর আগে ভোট করছি । এবারেও ভোটে জয় লাভ ইনশাল্লাহ ১নং ওয়াডের বাসিন্দারা বলেন একজন ভালো মানুষ। এবারও তার জয়ের স্বপ্ন দেখছেন।
রবিউল ইসলাম তার উটপাখি মার্কা ম্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানের মধ্যে একটি কথা উঠে আসছে, রবিউল ইসলাম ভাই যেখানে আমরা সেখানে ১৬ তারিখ সারা দিন উট পাখি মাকায় ভোট দিন। আমি আড়ানী পৌর কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে গত ৫ বছরে অসংখ্য উন্নয়ন করেছি।
No comments