আশুলিয়ায় তিন শতাধিক পরিবারের গরু চুরি, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ||rajshahirdorpon24
আশুলিয়ায় তিন শতাধিক পরিবারের গরু চুরি, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় গরু চুরি বেড়ে যাওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার (৩০ জানুয়ারি) সকালে আশুলিয়ার কবিরপুরের তেলীবাজার এলাকায় স্থানীয় লোকমান হোসেন নামের এক ব্যবসায়ীকে গরু চোর অখ্যায়িত করে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে কয়েক’শ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে এসময় নারী পুরুষ শিশুসহ সমাজের সর্বস্তরের মানুষজন অংশ গ্রহণ করেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এসময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, আশুলিয়ার কবিরপুরের তেলীবাজারসহ বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে প্রায় তিন শতাধিক পরিবারের গরু চুরি হয়েছে। সমাজের অসহায় ও দুস্থরা এসব গরু পালন করে দুধ বিক্রি করে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচসহ সংসার খরচ চালাতেন। কিন্তু গরু চোররা রাতের আধারে গরু গুলো চুরি করে নিয়ে যাওয়ায় তারা নিঃশ্ব হয়ে পড়েছেন। এমন অবস্থায় তারা মানবেতর জীবন যাপন করছেন। এখন যাদের গরু আছে তারা রাত জেগে গরু পাহারা দিচ্ছেন।
এদিকে এসব গরু চুরি করেছেন ওই এলাকার লোকমান হোসেন নামের এক ব্যক্তি এমন অভিযোগ তুলে তাকে গ্রেফতারের দাবিতে তেলীবাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এসময় এলাকাবাসী ওই চোরের বাড়ি ঘেরাও করলে উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এলাকাবাসী এসময় এই গরু চোরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।
No comments