Header Ads

  • সর্বশেষ খবর

    আশুলিয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই ||rajshahirdorpon24

     


    মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:

    সাভারের আশুলিয়ায় চালককে নৃশংসভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে আশুলিয়ার কাইছাবাড়ির এলাকার আঞ্চলিক সড়কের পাশে পরিত্যক্ত মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথার পিছনে জখমের চিহ্ন রয়েছে।

    নিহত অটোরিকশা চালকের নাম মোফাজ্জল হোসেন। নওগাঁ জেলার দামুরহাট থানার আড়ানগর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। বর্তমানে আশুলিয়ার কাইছাবাড়ি এলাকার শাহাদাত হোসেনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতো।

    নিহতের স্বজনের বরাত দিয়ে এস আই জসিম উদ্দিন জানান, প্রতিদিনের মত আজ ভোর সাড়ে ৪টার দিকে বাসা থেকে রিকশা নিয়ে বের হন। পরে সকাল ৮ টার দিকে স্থানীয়দের মাধ্যমে মরদেহ পরে থাকার খবর মেলে। প্রাথমিকভাবে ধারনাকরা হচ্ছে অটোরিকশার জন্য তাকে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    এ ঘটনায় নিহতের স্বজন বাদি হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728