Header Ads

  • সর্বশেষ খবর

    কাউন্সিলর পদ প্রার্থী হিসাবে যোগ্য ব্যক্তি মোঃ রেজাউল প্রাং (রেজা)দাবী জনগণের ||rajshahirdorpon24

     

    কাউন্সিলর পদ প্রার্থী হিসাবে যোগ্য ব্যক্তি মোঃ রেজাউল প্রাং (রেজা)দাবী জনগণের 


    স্টাফ রিপোর্টার:

    আড়ানী  পৌরসভার  ১নং ওয়ার্ডের জনগন –মোঃ রেজাউল প্রাং (রেজা)  কে কাউন্সিলর হিসাবে দেখতে চায়।


    জনমত জরিপে মোঃ রেজাউল প্রাং (রেজা)  একজন সৎ ও যোগ্য ব্যক্তি।  ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী  হিসেবে সাফল্যের মাপকাঠিতে  জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোঃ রেজাউল প্রাং (রেজা)  ।


    এলাকার ভোটাররা পছন্দের তালিকায় একবাক্যে সামনে আনছেন তার নাম। সৎ, পরিশ্রমী, জনবান্ধব একজন সাদা মনের মানুষ হিসাবে যার রয়েছে জনগণের কাছে ব্যাপক পরিচিতি।


    এলাবাসীর যেকোন সমস্যা, বিপদ আপদে যিনি নিবেদীতপ্রাণ বলেই জনশ্রুতি রয়েছে। তাকে পৌরসভার নির্বাচনে  ১নং ওয়ার্ড থেকে আগামী ১৬ জানুয়ারি সারাদিন পানির বোতল মার্কায় বিপুল ভোটের মাধ্যেমে নির্বাচিত করবেন বলে জানান ভোটাররা।


    কাউন্সিলর হিসাবে যোগ্য ব্যক্তি মোঃ রেজাউল প্রাং (রেজা) দাবী জনগণের। সাধারণ মানুষের এ দাবী দিন দিন জোরালো হচ্ছে। আর এই দাবীতে তার ভক্ত-অনুরাগীরা দিন দিন এ দাবিকে আরও জোরালো করছে।


    জানা গেছে, জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয়। সাধারণ মানুষের যে কোন বিপদে ছুটে যান বলে প্রত্যেক শ্রেণী পেশার মানুষের ভালবাসার পাত্র মোঃ রেজাউল প্রাং (রেজা) । তাই আড়ানী পৌরসভার ১নং ওয়ার্ডের জনগণ কাউন্সিলর হিসাবে দেখতে চায় মোঃ রেজাউল প্রাং (রেজা) ।


    এ প্রসঙ্গে মোঃ রেজাউল প্রাং (রেজা) জানান, আদর্শ সমাজ গঠনে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আসন্ন  আড়ানী  পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে আমি সকলের দোয়া ও ভোট প্রত্যাশী। অত্র  ১নং ওয়ার্ডের দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক, সন্ত্রাস নির্মূলে চেষ্টা করব,এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মাদক নির্মুল এর উপর সর্বোচ্চ জোর দিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728