Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহীর তানোরে রাস্তার গাছ লুটের মহাযজ্ঞ ! ||Rajshahirdorpon24

     

    রাজশাহীর তানোরে রাস্তার গাছ লুটের মহাযজ্ঞ ! 

    তানোর(রাজশাহী)প্রতিনিধি

    রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়ন ইউপির ডাঙ্গাপাাড়া গ্রামের মৃত গোলমোহাম্মদের পুত্র  সাজ্জাদ ও আব্দুল মান্নান ডাঙ্গাপাড়া-কচুয়া কাজীপাড়া রাস্তার দুই ধারের প্রায় শতাধিক তাজা বরই (কুল) গাছ কেটে সাবাড় করেছে। এ ঘটনায় এলাকাবাসির মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।


    এদিকে গতকাল সরেজমিন দেখা গেছে, ডাঙ্গাপাড়া-কচুয়া কাজীপাড়া প্রায় দেড় কিলোমিটার মাটির রাস্তার দুই ধারে সারি সারি তাজা বরই গাছ কাটা হয়েছে। এই  রাস্তা নির্মাণে একাধিকবার সরকারী অর্থ বরাদ্দ ও সাঁকো নির্মাণ করা হয়েছে আর সেই রাস্তা ব্যক্তিগত সম্পতি দাবি করে দুই ধারের প্রায় শতাধিক বরই ও নিম গাছ কাটা হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী সংশ্লিস্ট  বিভাগের অনুমতি ব্যতিত রাস্তা তো পরের পতিত জমি থেকে বৃক্ষ নিধনের কোনো সুযোগ নাই।


     এছাড়াও একটি গাছ কাটার আগে তিনটি গাছ লাগানোর কথা বলা হয়েছে। আবার রাস্তা যদি ব্যক্তিগত হয় তাহলে সরকারী টাকা ব্যয়ে রাস্তা মেরামত ও পাকা সাঁকো নির্মাণে তারা আপত্তি করেনি কেনো। মালতী মুর্মু (৪৪), গণেশ (৩২) ও  কবিরুল(৩০) বলেন, বরই মৌসুমে এসব গাছের বরই বিক্রি করে অনেক দরিদ্র পরিবার সংসারের খরচ মেটায়। অন্যদিকে খরা মৌসুমে রাখাল ও শ্রমিকরা এসব গাছের ছায়ায় বসে বিশ্রাম নেয়। কিন্ত্ত নির্বিচারে বরই গাছগুলো কাটা হচ্ছে বাধা দিতে গেলে উল্টো তাদেরকেই এলাকা ছাড়া করার হুমকি দেয়া হচ্ছে।যেখানে সরকার বার বার গাছ লাগানোর কথা বলছে, সেখানে এভাবে নির্বিচারে গাছ কাটায় এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। 


    এবিষয়ে জানতে চাইলে সাজ্জাদ আলী বলেন, রেকর্ড মুলে রাস্তা তাদের এবং এসব গাছ তারাই রোপণ করেছিলেন তাই তারা এসব গাছ কেটেছেন। তিনি বলেন, তাদের সম্পত্তির গাছ তারা কাটবেন এখানে অনুমতির কি প্রয়োজন। এবিষয়ে উপজেলা বন কর্মকর্তা বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728