আড়ানী পৌর নির্বাচন ঃনৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় বাধা দিয়ে লাঞ্চিতের অভিযোগ ||rajshahirdorpon24
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর আড়ানী পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৮ জানুয়ারী) বেলা ২টার দিকে শাহাপুর ও পিয়াদাপাড়া এলাকায় নৌকা প্রতিকের প্রার্থী শহীদুজ্জামানের পক্ষে ভোট প্রচরণায় ওই এলাকায় যান রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুনসহ দলীয় মহিলা নেতাকর্মি। সেখানে সংবাদ সংগ্রহ করতে যান মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহী ক্যামেরাপার্সন মাহফুজুর রহমান রুবেল ও দীপ্ত টিভির ক্যামেরা পার্সন ইসলাম উদ্দিন।
ছবি সংগৃহীত |
এ সময় আওয়ামীলীগের বিদ্রোহী অপর মেয়র প্রার্থী মুক্তার আলীর (স্বতন্ত্র) কর্মী-সমর্থকরা তাদের প্রচারণায় বাধা দিয়ে তাদেরসহ দুই টিভির ক্যামেরা পার্সনকে সংবাদ সংগ্রেহ বাধা প্রদান ও লাঞ্চিত করেন। এ বিষয়ে জেলা যুব মহিলা লীগের কর্মি মেমোরী খাতুন, উপজেলা নির্বাচন কার্যালযের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বাঘা থানায় লিখিত অভিযোগ করেছেন। ওই অভিযোগে বলা হয়েছে, বিপাশা খাতুনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়াসহ মেমোরী খাতুনকে টানা হেচড়া করে পরিধেয় শাড়ী ছিড়ে দেয় এবং সঙ্গীয় যুব মহিলা লীগের নেত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থক মিলন,রাজু,সেলিম, বিদুৎ,রাজন,বকুল ও ফারুকসহ অনেকেই ঘটনার সাথে জড়িত ছিলেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার সন্ধা সাড়ে ৭টায় পৌরসভার আড়ানী ষ্টেশন বাজারে জেলা যুব মহিলালীগ এর সাধারণ সম্পাদক বিপাশা খাতুন এর নের্তৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রইসলাম উদ্দিন জানান, তাদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। তবে রুবেলের মোবাইল ফোন ভেঙ্গে ফেলা হয়েছে। এই বিষয়ে জানতে চেয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী মুক্তার আলীর মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিফ করেননি।
উল্লেখ্য, আড়ানী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে অংশ নিয়েছেন শহীদুজ্জামান শাহীদ, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে তোজাম্মেল হক এবং স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) বর্তমান মেয়র মুক্তার আলী নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান,এ সংকান্ত অভিযোগ পেয়েছেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন।
অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, আইন শৃংখরা রক্ষায় ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগের পেক্ষিতে আইনী ব্যবস্থা নেয়া হবে।##
No comments