Header Ads

  • সর্বশেষ খবর

    সাভারে স্থানীয়দের সহযোগিতায় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার ||rajshahirdorpon24

     

    সাভারে স্থানীয়দের সহযোগিতায় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার 

    মোঃ শান্ত খান সাভার  প্রতিনিধি:

    সাভারে ছিনতাই করে পালানোর সময় ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো ছুড়ি ও ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান। এঘটনায় সাব্বির নামের অপর এক ছিনতাইকারী পলাতক রয়েছে। এর আগে সোমবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সাভারের শিমুলতলা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।


    আটককৃতরা হলেন- সাভার পৌরসভার বাড্ডা এলাকার শফি আহমেদের ছেলে রবিউল ইসলাম রুবেল (২৬) ও অপরজন ধামরাই উপজেলার আরিফ হোসেনের ছেলে শাকিল হোসেন (২০)।


    প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মানিকগঞ্জ থেকে শাহ্ সিমেন্টের একটি গাড়ি সাভারের শিমুলতলা এলাকায় এসে চালক ও হেলপার চা খাওয়ার জন্য গাড়ি থেকে নেমে আসেন। এসময় হেলপার ও চালককে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাই চক্রের ৩ সদস্য। পরে পথচারী ঘটনার প্রত্যক্ষদর্শী সংবাদ কর্মী সোহেল রানা বিষয়টি দেখে ফেলায় তাকেও জিম্মি করা হয়। একপর্যায়ে টাকা নিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে জড়িয়ে ধরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন স্থানীয়রা। পরে সাভার মডেল থানার এসআই ইমরান এর নেতৃত্বে পুলিশ এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় চালক মামলা দায়ের করলে এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।


    সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। একই সাথে পলাতক সাব্বিরকে গ্রেফতারে অভিযান চলছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728